চিরঘুমে শশী কপূর। মঙ্গলবার দেশবাসী চিরবিদায় জানিয়েছে প্রবীণ অভিনেতাকে। বলিউডের বিখ্যাত কপূর পরিবারের সদস্য শশী। তাঁকে চিরতরে হারিয়ে সকলেই স্মৃতিমেদুর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের অবস্থা এবং প্রিয় আত্মীয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন করিশ্মা-ঋষি-নীতুরা।
শশী কপূরের ভাইপো রণধীরের বড় মেয়ে করিশ্মা। নিজেও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ২০১৫ সালে শশী কপূর যেদিন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, সেদিন স্টেজে করিশ্মা তাঁর সঙ্গে এই সেলফি তুলেছিলেন। এ দিন করিশ্মা নিজেই ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চিরবিদায় শশী আঙ্কল...মূল্যবান স্মৃতি।’
কপূর পরিবারে তাঁর জেনারেশনের শেষ সদস্য ছিলেন শশী। ঋষি কপূরও শশীর আরেক ভাইপো। তাঁরই ছেলে রণবীর কপূর। সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাকটিভ ঋষি এ দিন শেয়ার করেছেন তাঁর সঙ্গে শশী কপূরের স্মৃতিকথা। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘...আর তাঁর নায়িকারা! ওয়াও’।
Farewell Shashi Uncle 🙏🏼 #fondestmemories#rip
And his heroines! WOW pic.twitter.com/EmnyOvxtYS
— Rishi Kapoor (@chintskap) May 10, 2015