Advertisement
E-Paper

সোশ্যাল মিডিয়ায় ‘শশী-স্মরণ’-এ কপূর পরিবার

কপূর পরিবারে তাঁর জেনারেশনের শেষ সদস্য ছিলেন শশী। ঋষি কপূরও শশীর আরেক ভাইপো। তাঁরই ছেলে রণবীর কপূর। সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাকটিভ ঋষি এ দিন শেয়ার করেছেন তাঁর সঙ্গে শশী কপূরের স্মৃতিকথা। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘...আর তাঁর নায়িকারা! ওয়াও’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ১৭:৩০
শশী কপূরের সঙ্গে ছবির ছবি শেয়ার করেছেন করিশ্মা। ছবি: করিশ্মার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শশী কপূরের সঙ্গে ছবির ছবি শেয়ার করেছেন করিশ্মা। ছবি: করিশ্মার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

চিরঘুমে শশী কপূর। মঙ্গলবার দেশবাসী চিরবিদায় জানিয়েছে প্রবীণ অভিনেতাকে। বলিউডের বিখ্যাত কপূর পরিবারের সদস্য শশী। তাঁকে চিরতরে হারিয়ে সকলেই স্মৃতিমেদুর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের অবস্থা এবং প্রিয় আত্মীয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন করিশ্মা-ঋষি-নীতুরা।

শশী কপূরের ভাইপো রণধীরের বড় মেয়ে করিশ্মা। নিজেও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ২০১৫ সালে শশী কপূর যেদিন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, সেদিন স্টেজে করিশ্মা তাঁর সঙ্গে এই সেলফি তুলেছিলেন। এ দিন করিশ্মা নিজেই ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চিরবিদায় শশী আঙ্কল...মূল্যবান স্মৃতি।’

কপূর পরিবারে তাঁর জেনারেশনের শেষ সদস্য ছিলেন শশী। ঋষি কপূরও শশীর আরেক ভাইপো। তাঁরই ছেলে রণবীর কপূর। সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাকটিভ ঋষি এ দিন শেয়ার করেছেন তাঁর সঙ্গে শশী কপূরের স্মৃতিকথা। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘...আর তাঁর নায়িকারা! ওয়াও’।

Farewell Shashi Uncle 🙏🏼 #fondestmemories#rip

A post shared by KK (@therealkarismakapoor) on

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

একই সঙ্গে গত বছর বড়দিনের এই ছবিও শেয়ার করেছেন। মধ্যমণি শশী কপূরকে ঘিরে তখন তিন প্রজন্মের কেক কাটাকাটি আর হইহই...

Shashi Kapoor Rishi Kapoor Nitu Kapoor Karisma Kapoor Kareena Kapoor Film Actor Celebritie Instagram Twitter Ranbir Kapoor শশী কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy