Advertisement
১৬ এপ্রিল ২০২৪

‘মোগলি’র সঙ্গে জঙ্গল কাহিনিতে ফ্রিডা পিন্টো

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত মেয়েটি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। চরিত্র পছন্দের ক্ষেত্রে হিসেবি ফ্রিডা পিন্টো ইতিমধ্যে বিভিন্ন ছবিতে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এ বার তাঁকে দেখা যাবে জঙ্গল কাহিনিতে। অ্যান্ডি সারকিস পরিচালিত ‘জঙ্গল বুক: অরিজিনস’-এ অভিনয় করবেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মে ২০১৫ ১৪:৫৪
Share: Save:

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত মেয়েটি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। চরিত্র পছন্দের ক্ষেত্রে হিসেবি ফ্রিডা পিন্টো ইতিমধ্যে বিভিন্ন ছবিতে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এ বার তাঁকে দেখা যাবে জঙ্গল কাহিনিতে। অ্যান্ডি সারকিস পরিচালিত ‘জঙ্গল বুক: অরিজিনস’-এ অভিনয় করবেন তিনি।

মোগলি, বাঘিরা, ভালু, শের খান, আকিলা, তাবাকি— আমাদের আঙুল জড়িয়ে রেখেছিল আশৈশব। ‘জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যায়, চাড্ডি পহেনকে ফুল খিলা হ্যায়’— গাইতে গাইতে এক পাল বন্য পশুর সঙ্গে খেলে বেড়াত ছোট্ট মোগলি। নেকড়ে, শেয়াল, বাঘ, হাতিদের সঙ্গেই জমে উঠেছিল তার রোজনামচা। ইংরেজ লেখক কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’-এর সৌজন্যে অ্যানিমেশন বা নাটকে এত দিন দর্শকদের মাতিয়ে রেখেছিল মোগলি ও তার বন্ধুরা। এ বার সিলভার স্ক্রিন জয় করতে আসছে তারা।

ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই অ্যানিমেশন ছবিতে অভিনেতাদেরও দেখা যাবে। মোগলির চরিত্রে অভিনয় করবে মার্কিন শিশুশিল্পী রোহন চাঁদ। দেখা যাবে ফ্রিডাকেও। এ ছাড়া বেনেডিক্ট কামবারব্যাচ, ক্রিশ্চিয়ান বেল, কেট ব্ল্যানচেট, নাওমি হ্যারিস, টম হল্যান্ডার, এডি মারসন যথাক্রমে শের খান, বাগিরা, রক্ষা, তাবাকি, বাবা নেকড়ে এবং আকিলার ভূমিকায় কণ্ঠ দেবেন।

মেয়েবেলায় রুডইয়ার্ড কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’ পড়েছেন নায়িকা। এ বার তাতে অভিনয়ের সুযোগ পেয়ে ফ্রিডা তাঁর হারানো শৈশব ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই এ বছরের কান চলচ্চিত্র উত্সবে তিনি থাকবেন না বলে সূত্রের খবর। ‘স্লামডগ মিলেনিওর’-এর ‘লতিকা’ এ বার জঙ্গল কাহিনিতে কী ভাবে জড়িয়ে পড়ে, তা দেখার অপেক্ষায় দর্শককুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE