Advertisement
E-Paper

ধুন্ধুমার অ্যাকশন থ্রিলারে এ বার সোহিনী, জুটি বাঁধছেন বাংলাদেশের কোন জনপ্রিয় নায়কের সঙ্গে?

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম চরকির সঙ্গে কাজ করতে চলেছেন সোহিনী সরকার। অভিনেত্রীর বিপরীতে বাংলাদেশের কোন জনপ্রিয় নায়ককে দেখা যাবে?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ০০:০০
Sohini Sarkar and Arifin Shuvoo will be seen together in chorki new web series lohuu

সোহিনী সরকার। ছবি: সংগৃহীত।

এমনিতেই রহস্য-রোমাঞ্চের উপর বাঙালির দর্শকের বাড়তি উৎসাহ। রহস্য সিরিজ় একেবারে ব্যর্থ, এ রকম নজির খুব বেশি নেই। এ বার আসতে চলেছে অভিনেত্রী সোহিনী সরকারের নতুন সিরিজ় ‘লহু’। তবে ভারতের প্রযোজনা সংস্থা নয়, বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম চরকি রয়েছে এর নেপথ্যে। এই সিরিজ়েই সোহিনীর সঙ্গে প্রথম বার জুটি বাঁধবেন আরিফিন শুভ। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় চর্চিত হয়েছে বিভিন্ন মহলে। সিরিজ়টির পরিচালক ‘কিশমিশ্’, ‘দিলখুশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

Sohini Sarkar and Arifin Shuvoo will be seen together in chorki new web series lohuu

বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত।

বাংলা সিরিজ় কিংবা সিনেমায় ইদানীং বেশির ভাগ পরিচালকদের কাছে ভরসার পাত্রী সোহিনী। অন্য দিকে, আরিফিন এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় নায়ক। রোম্যান্টিক হিরো হিসাবে বেশ খ্যাতি আছে তাঁর। তবে কি অ্যাকশনের মাঝেই থাকবে প্রেম? পরিচালক রাহুল বলেন, ‘‘এটা আমার আসলে একটা প্রেম বর্জিত কাজ। ‘কিশমিশ্’, ‘দিলখুশ’-এর পর অন্য রকম কাজ করতে চাইছিলাম। বড় পর্দায় শুরু কাজ দুটোই ছিল প্রেমের ছবি। তাই প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে। এ ছাড়াও নিজেকে ভাঙতে চাইছি, দেখতে চাইছি আমি আর কী কী করতে পারি। তাই সিরিজ়টা করছি। তবে এতটুকু বলতে পারি এটা এক জন মা-বাবার গল্প।’’

এই কাজটি নিয়ে আশাবাদী সোহিনী। অভিনেত্রী জানিয়েছেন, একবারে ভিন্ন ধরনের একটা গল্প কাজটা দুর্দান্ত হবে বলেই আশা তাঁর। অন্য দিকে, আরিফিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এমন নানা ধরনের কাজ তাঁর ঝুলিতে আসার জন্য। তবে গল্প নিয়ে মুখ খুললতে নারাজ সকলেই।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতায় ছাড়াও শিলংয়ের বেশ কিছু জায়গায় হবে শুটিং।

Web Series Bengali web series Sohini Sarkar Arifin Shuvoo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy