০১
০৬

টলিউডের হাই-প্রোফাইল বিয়ে। আলো, বাজনা সব কিছু মিলে কাল দক্ষিণ ২৪ পরগনার রাজবাড়িটা ঝলমল করছিল। ঝলমল করছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর মুখও। মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে। সমস্ত অনুষ্ঠানই হয়েছে এই বাওয়ালি রাজবাড়িতে। শুক্রবার রাতে এই বিয়ে রাজবাড়ির জৌলুসও যেন আরও খানিকটা বাড়িয়ে দিল। গত রাতের সেই বিয়ের ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত রইল গ্যালারির পাতায়