অনুষ্ঠান করতে এসে রেগে আগুন কৈলাশ খের। দর্শকের উপর রাগে ফেটে প়ড়লেন গায়ক। শেষে অনুষ্ঠান থামিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। ঠিক কী ঘটেছিল?
গ্বালিয়রের এক অনুষ্ঠানে গিয়েছিলেন কৈলাশ খের। তখন হঠাৎই শ্রোতাদর্শক উত্তেজিত হয়ে ওঠেন। এমনকি বাধ্য হয়ে দর্শককে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে বাধ্য হন তিনি। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কয়েকটি ভিডিয়োয় দেখা যায়, কয়েক জন দর্শক ব্যারিকেড ভাঙচুর করছেন। কেউ কেউ আবার ছুটে আসছেন মঞ্চের দিকে। শোরগোল পড়ে যায় অনুষ্ঠান চলাকালীনই। অবশেষে আর রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি কৈলাশ। তিনি চিৎকার করে বলেন, “আমি আপনাদের প্রশংসা করে চলেছি, আর আপনারা পশুদের মতো আচরণ করছেন। এখানে জানোয়ারের মতো আচরণ করবেন না। আমাদের বাদ্যযন্ত্রের আশপাশেও যদি কেউ আসেন, আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব।”
আরও পড়ুন:
পরিস্থিতি ক্রমশ বেগতিক হতে থাকলে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের মঞ্চে আসার অনুরোধ জানান কৈলাশ। পরিস্থিতি সামাল দেওয়ার আর্জি রাখেন তিনি। তবে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। তাই অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেন গায়ক। মঞ্চ থেকে নামার সময়ে কৈলাশ বলেন, “আপনাদের সকলকে প্রণাম।”
২৫ ডিসেম্বর সন্ধে সাতটা থেকে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ক্রমশ দর্শকের আচরণ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। শুরুর দিকে দর্শককে উৎসাহও দিচ্ছিলেন গায়ক। কিন্তু পরিস্থিতি এই ভাবে বদলে যাবে তিনি ভাবেননি।