Advertisement
E-Paper

পুজো প্লাস

এ বার পুজোয় এগুলোই ইন। ট্রাই না করাটা আউট! গাইড আনন্দplusএ বার পুজোয় এগুলোই ইন। ট্রাই না করাটা আউট! গাইড আনন্দplus

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০০:০৩

সেলফি জোন খুঁজুন

দেশপ্রিয় পার্কের হাজার হাত দুর্গার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হল, একটা সেলফি না তুললেই নয়। আরে বাবা, সপ্তমীতে এত ভাল জামদানিটা পরলাম আর ফেসবুকে একটু শো-অফ করব না?

কিন্তু কোথায় দাঁড়ালে ফোটোবোম্বড হওয়ার চান্স কম, সেটা ঠিক করতে করতেই চোখে পড়তে পারে সাজানো গোছানো সেলফি জোন। এ বারের পুজোয় শহরের বেশ কিছু নামী পুজো প্যান্ডেলে ছবি তোলার জন্য থাকছে একাধিক সেলফি জোন।

‘‘নতুন শাড়ি পরে সেলফিটা মাস্ট। কে কী পরছে সেটাও তো সবাইকে দেখাতে হবে নাকি,’’ বলছিলেন প্রথম বর্ষের ছাত্রী আকাঙ্খা গগৈ। সিংহি পার্ক হোক বা বাগবাজার, একটু খুঁজে নিয়ে জোনে ঢুকে গেলেই হল, আপনার অষ্টমীর স্পেশাল শাড়িটা ফেসবুকে লাইক-য়ের ঝড় তুলবেই!

ভিড় এড়িয়ে মায়ের মুখোমুখি

চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, দমদম পার্ক, এফডি ব্লক... শুনে নিশ্চয়ই ভাবছেন, উফ, আবারও সেই লম্বা লাইন! এ দিকে ভিড় পোষায় না। তা হলে উপায়?

আরে, ভার্চুয়াল রিয়্যালিটি আছে তো। প্যান্ডেলে না গিয়েই প্যান্ডেলের পরিবেশ। তাই বলে টিভির পুজো পরিক্রমা নয়। এ হল নতুন আমদানি। দরকার শুধু ভার্চুয়াল রিয়্যালিটি বক্স (দাম আড়াইশো টাকা থেকে শুরু। পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো শপিং সাইটে বা চাঁদনি মার্কেটে) আর স্মার্টফোন।

অ্যাপ ইন্সটল করতে হবে না। ফোনের ব্রাউজারে ‘দ্য পূজা অ্যাপ’ (thepujaapp.com) সাইটে যান। ওখানে ভিআর লোগোতে ক্লিক করুন। ব্যস, স্ক্রিনে চলে আসবে পছন্দের পুজো প্যান্ডেল। এ বার বক্সে স্মার্টফোন দিলেই কেল্লা ফতে। পৌছে যাবেন প্যান্ডেলে। বক্স না থাকলেও ক্ষতি নেই। ফোন, ল্যাপটপ বা স্মার্টটিভিতে এই সাইটে পুজোমণ্ডপের ৩৬০ ডিগ্রি ভিডিয়োও দেখতে পাবেন। আপনি দু’পা এগোলে মনে হবে প্যান্ডেলেও যেন দু’পা এগোলেন। এই সাইট তৈরির পিছনে যাঁর মাথা, সেই অর্পণ চট্টোপাধ্যায় জানালেন, পঞ্চাশের বেশি পুজো দেখতে পাওয়া যাবে এই সাইটে।


মডেল: সোহিনী সরকার। ছবি: সুব্রত কুমার মণ্ডল

নতুন লুক

সপ্তমী: দুর্গা লুক

অস্ত্র হাতে মা দুর্গা। ঠিকরে পড়ছে সোনা রং। কেমন হয় যদি সপ্তমীর সাজে থাকে সোনা বা মেটালিক লুক।

মেটালিক লুক আনতে পরতে পারেন শাড়ি, লং ড্রেস, জ্যাকেট বা কুর্তা। থিম যখন পুজো, তখন প্রথম দিন শাড়ি পরুন। মেটালিক ফিতে বাঁধা হল্টার ব্লাউজের সঙ্গে টিম আপ করুন একরঙা সিকোয়েন্স বর্ডার শাড়িতে।

অষ্টমী: পার্বতী লুক

অষ্টমী মানেই অঞ্জলি। ফুলের দিন। সেই ফুলের কথা মাথায় রেখে অষ্টমীতে ফুলেল প্রিন্টের শাড়ি, আনারকলি, ফ্লোর লেংথ কুর্তা-য় সাজুন। এই লুক সবচেয়ে ভাল খেলে ফ্লোরাল প্রিন্টে। আর ফ্যাব্রিকটা যদি জর্জেট হয় তা হলে তো কথাই নেই। সেলফি স্টিক আপনার দিকেই থাকবে।

নবমী: কালী লুক

নবমীর রাত। নিজেকে সাজান কালো রঙে। নাই বা এলো কালীপুজো, চমকে দিন গ্রে, ব্ল্যাক, ম্যাট সিলভার ফ্যাব্রিকে। শাড়ি ঘাগরা, আনারকলি তো অনেক হল। এ বার পরে ফেলুন লিটল ব্ল্যাক ড্রেস বা অফ শোল্ডার গ্রে গাউন। সবচেয়ে নজরে পড়ার এই সময়ে চুলটাই বা বাদ যায় কেন! চুলে টেম্পরারি পার্পল স্ট্রিকস লাগিয়ে নিতে পারেন। শুধুই কালো নয়, জমাট বেগুনিতেও নতুন স্টেটমেন্ট তৈরি হবে। খেয়াল রাখবেন কখনই কালো নেলপালিশ, কালো লিপস্টিক একসঙ্গে পরে ফেলবেন না।

দশমী: অর্ধনারীশ্বর লুক

শিবকে ছাড়া কি আর দুর্গা পুজো হয়? শিব-দুর্গার অর্ধনারীশ্বর রূপের কথা ভেবে দশমীতে অ্যান্ড্রোজেনি স্টাইলে সাজুন। দশমী মানেই লাল পাড় সাদা শাড়ি নয় কিন্তু। দশমীতে ব্লাউজ ছেড়ে জ্যাকেটের সঙ্গে শাড়ি জড়িয়ে নিন। জ্যাকেটের ডিপ কাটে যদি সামান্য ক্লিভেজ উঁকি মারে তাতেই কিন্তু জমে যাবে বিসর্জনের রাত। বেজ, ব্রাউন, মস গ্রিন, ব্রিক রেড-এর মধ্যে রং বাছুন। চুলে ক্যাটরিনা কাইফের মতো অরেঞ্জ বা বারগেন্ডি স্ট্রিকস করে সিঁদুর খেলার মাঝে দাঁড়়ান। কোথায় বিসর্জন? আগমনির ঢাক বেজে উঠবে।

পরামর্শ: অভিষেক দত্ত, ফ্যাশন ডিজাইনার

হাত বাড়ালেই ওয়াই-ফাই

সেলফি তো তুলবেন, এ দিকে মোবাইল ডেটা প্যাক যে প্রায় শেষ! এ বার অবশ্য অত কিছু ভাবার দরকার নেই। বাদামতলা আষাঢ় সঙ্ঘ মণ্ডপের বাইরে তৈরি করছে ফ্রি ওয়াই-ফাই কর্নার, যেখানে দাঁড়িয়ে আপনার সব ছবি আর সেলফিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে। ‘‘আজকাল ফ্রি ওয়াই-ফাই থাকাটা জরুরি,’’ বলছিলেন বাদামতলা আষাঢ় সঙ্ঘের কর্তা দীপক কুমার। গত বছর চিত্তরঞ্জন পার্কের প্রতিটা মণ্ডপে ফ্রি ওয়াই-ফাই কর্নার বসিয়ে তাক লাগিয়েছিলেন দিল্লির পুজো কর্তারা। এ বার, সেই পথে কলকাতাও!

Durga Puja Tips Ananda Plus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy