
সঞ্চালনা করতে গিয়ে সকলের মন জিতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন শিবানী দান্ডেকর। এক দিকে তিনি যেমন গায়িকা। অভিনয়ও করেছেন বেশ কিছু মরাঠি এবং তেলুগু ছবিতে। অভিনেতা ফারহান আখতারের সঙ্গে প্রেম করেছেন বলে গুজব রটেছিল। শিবানীর ছবি শেয়ার করে ফারহান শেষমেশ বললেন, ‘ভালবাসি’। কে এই শিবানী তা নিয়েই জেনে নেওয়া যাক কিছু তথ্য।