Advertisement
E-Paper

অনলাইনে হেডফোন অর্ডার দিয়ে এ কী পেলেন সোনাক্ষী!

ই-কমার্স সাইট ‘আমাজন’ থেকে সম্প্রতি বোস কোম্পানির একটি বেশ দামী হেডফোন অর্ডার করেছিলেন তিনি। কিন্তু বদলে পেলেন একটি জং ধরা লোহার টুকরো!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৬:২৪
অনলাইনে অর্ডার দেওয়া হেডফোনের বদলে ভুল জিনিস পেয়ে ক্ষুদ্ধ সোনাক্ষী। গ্রাফিক: তিয়াসা দাস

অনলাইনে অর্ডার দেওয়া হেডফোনের বদলে ভুল জিনিস পেয়ে ক্ষুদ্ধ সোনাক্ষী। গ্রাফিক: তিয়াসা দাস

ভাবুন তো, অনলাইনে গ্যাঁটের টাকা খরচা করে অর্ডার করেছেন এক জিনিস, অথচ প্যাকেট খুলে দেখলেন লোহার পাত বা ইটের টুকরো! কেমন লাগবে আপনার? অনলাইন সাইটগুলির এই ধরনের গাফিলতি নতুন নয়। ঠিক সেই রকমই একটি ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে।

ই-কমার্স সাইট ‘অ্যামাজন’ থেকে সম্প্রতি বোস কোম্পানির একটি বেশ দামী হেডফোন অর্ডার করেছিলেন তিনি। কিন্তু বদলে পেলেন একটি জং ধরা লোহার টুকরো! ক্ষুদ্ধ সোনাক্ষী সোশ্যাল মিডিয়া টুইটারে ডেলিভারি পাওয়া বাক্সের ছবি পোস্ট করে সেই ই-কমার্স সাইটকে ট্যাগ করে লেখেন যে যতক্ষণ ডেলিভারি বক্স খোলা হয়নি ততক্ষণই ভাল লাগছিল! এমনকি সেই ই-কমার্স সাইটের কাস্টমার কেয়ার থেকেও কোনও রকম সাহায্য পাননি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনাক্ষী।

আরও পড়ুন: অভিনয় নয়, কোন কঠিন কাজে ব্যস্ত ঊষসী?

পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি। সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে একের পর এক মন্তব্য। অনেকে মজা করে এও লেখেন যে, এটি ডেলিভারি বক্সে ‘সাবান’ পাওয়ার থেকে ভাল। অনেককে আবার মজা করে ওই ই-কমার্স সাইটকে ‘ধন্যবাদ’ দিতেও দেখা যায়! সেলিব্রিটিদের বাড়তি কোনও সুবিধা না দেওয়ার জন্য ওই সাইটটিকে কটাক্ষ করে ধন্যবাদ দেওয়া হয়।

আরও পড়ুন: ‘উত্সব’ নিয়ে ফিরছেন ঋতুপর্ণা…

তবে সোনাক্ষীর পোস্টে রিপ্লাই করে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ই-কমার্স সাইটটি। তাদের তরফ থেকে ভুল স্বীকার করে বলা হয়েছে যে এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়।

Sonakshi Sinha E-Commerce Bollywood Amazon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy