সুগঠিত পেশী। তাতে বাহারি ট্যাটু। শরীরচর্চার পোশাক ছাপিয়ে প্রকাশ্যে পেটাই চেহারা। হাতে মাইক্রোফোনের বদলে ব্যায়ামের ব্যাগ। মঞ্চ ছেড়ে সোনু নিগম, শান জিমে! দুই শিল্পীর এ হেন পরিবর্তন দেখে হতভম্ভ অনুরাগীরা। কণ্ঠশিল্পী নাকি ব্যায়ামবীর! আঁতকে উঠে প্রশ্নও তুলেছেন সবাই।
সদ্য পেরিয়েছে সোনু নিগমের জন্মদিন। ইনস্টাগ্রামে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন শান। লিখেছেন, ‘আরও একটি বছর যোগ হল জীবনে। আরও আনন্দ, উন্নতি হোক।' দু’জনের শরীরচর্চার একটি ছবিও ভাগ করে নিয়েছেন সেই সঙ্গে। সেই ছবি দেখেই চমকে গিয়েছেন অনুরাগীমহল।