ভোরের আলো তখন একটু একটু ফুটেছে। সাড়ে ৫টাও বাজেনি। ওই সাতসকালে ঘুম থেকে উঠেই দিনের প্রথম টুইটটি করেছিলেন গায়ক সোনু নিগম। পরের আধ ঘণ্টায় আরও তিনটি। ‘আজান’ নিয়ে বিতর্কিত সেই টুইটের জেরে দিনভর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ট্রোলড’ তিনি। কী এমন লিখেছেন সোনু, যা তাঁকে বিতর্কের কেন্দ্রে টেনে আনল?