Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

‘মিস্টার ইন্ডিয়া ২’ তৈরির ইঙ্গিত দিলেন শ্রীদেবী?

সংবাদ সংস্থা
২৫ জুন ২০১৭ ১৭:০৩
শ্রীদেবী।— ফাইল চিত্র।

শ্রীদেবী।— ফাইল চিত্র।

২৫ মে, ১৯৮৭। বনি কপূর, শেখর কপূরের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কপূর ও শ্রীদেবী অভিনীত সেই ছবির জনপ্রিয়তা প্রশ্নাতীত। এ বার নাকি সেই ছবির সিক্যুয়েল তৈরি হতে চলেছে। ‘মিস্টার ইন্ডিয়া ২’ তৈরির সম্ভবনার জল্পনা এখন ইন্ডাস্ট্রির অন্দরে।

কয়েক সপ্তাহ আগে ছবিটির মুক্তি ৩০ বছর পেরলো। সে প্রসঙ্গে বনি কপূর বলেন, ‘‘দর্শক ভাবত, মিস্টার ইন্ডিয়া তৈরি করতে গিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।…’’ এর পর নিজেই প্রশ্ন করেন, ‘‘আমার কি মিস্টার ইন্ডিয়া ২ তৈরি করা উচিত? …এমন ছবি তৈরি করতে পারলে তো ভালই লাগবে। আমি তো এ ধরনের আরও ছবি তৈরি করতে চাই।’’

আরও পড়ুন, দেব নাকি জিত্, ইদের বক্স অফিস যুদ্ধে কাকে এগিয়ে রাখল গুগল?

Advertisement

বনির কথায় কিছুটা ধোঁয়াশা থাকলেও এ বিষয়ে কিন্তু সোজাসুজি উত্তর দিয়েছেন শ্রীদেবী। তাঁর কথায়, ‘‘এটা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। তবে মিস্টার ইন্ডিয়া ২ নিয়ে সকলেই আমাদের কাছে জানতে চান। কোনও সিক্যুয়েল নিয়ে দর্শকদের এত উত্সাহ সাধারণত দেখা যায় না। আমি চাইব বনিজি এটা তৈরি করুন। আমার মনে হয়, উনি ছবিটা করবেন। স্টোরিলাইন এখনও কিছুই ঠিক হয়নি। ফলে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়।’’

‘মিস্টার ইন্ডিয়া’র তিন মূর্তি। ছবি: ইউটিউবের সৌজন্যে।শ্রীদেবীর কথা শোনার পর মোগাম্বো (মিস্টার ইন্ডিয়াতে অমরীশ পুরী অভিনীত চরিত্র)-র স্টাইলে বলাই যায়, অডিয়েন্স খুশ হুয়া…!

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement