Advertisement
E-Paper

সাদায় মুড়ে দেওয়া হল শ্রী-র ‘ভাগ্য’

সোমবার সকাল থেকেই লোখণ্ডওয়ালায় কপূরদের ‘ভাগ্য’ বাংলোর জানলায় সাদা পর্দা। ফটকের ও-পারে ব্যস্ত ডেকরেটর-কর্মীদের আনাগোনা, হাতে সাদা কাপড়। কিছু ক্ষণের মধ্যেই সাদা কাপড়ে আর সাদা ফুলে মুড়ে দেওয়া হল বাংলো চত্বর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১০

সেটা ১৯৯০-এর কথা। যশ চোপড়া পরিচালিত ‘লমহে’র শ্যুটিং চলছে। ছবিতে মা-মেয়ে, দ্বৈত ভূমিকায় শ্রীদেবী। কাহিনির শুরুর দিকেই মারা যান মা ‘পল্লবী’। সেই শ্যুটিংয়ের সময়েই শ্রীদেবী নাকি বলেছিলেন, মৃত্যুর পরে তাঁর বাড়ি, শববাহী গাড়ি, সব কিছুই যেন সাদায় মুড়ে দেওয়া হয়।

নিশ্চয় ঘনিষ্ঠ মহলেও এই ‘শেষ ইচ্ছে’ একাধিক বার প্রকাশ করেছিলেন শ্রীদেবী কপূর। তাই সোমবার সকাল থেকেই লোখণ্ডওয়ালায় কপূরদের ‘ভাগ্য’ বাংলোর জানলায় সাদা পর্দা। ফটকের ও-পারে ব্যস্ত ডেকরেটর-কর্মীদের আনাগোনা, হাতে সাদা কাপড়। কিছু ক্ষণের মধ্যেই সাদা কাপড়ে আর সাদা ফুলে মুড়ে দেওয়া হল বাংলো চত্বর।

সেই বাংলোয় অবশ্য আজ কপূর পরিবারের কেউ-ই নেই। প্রথম ছবি ‘ধড়ক’-এর শ্যুটিং চলছে। তাই পরিবারের বাকি সবাই গেলেও পিসতুতো দাদা মোহিত মারোয়ার বিয়েতে যোগ দিতে দুবাই যাননি শ্রী-র বড় মেয়ে জাহ্নবী। শনিবার রাতে দুঃসংবাদ আসার পরেই জাহ্নবীকে অনিল কপূরের জুহুর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন কর্ণ জোহর। শ্রীদেবী নিজেই বলতেন, তাঁর বড় মেয়ে তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল। ঘুম থেকে উঠেই প্রতিদিন জাহ্নবী প্রথমেই জিজ্ঞাসা করত, ‘‘মা কোথায়?’’ পারিবারিক সূত্রের খবর, গত দু’রাত ঘুমোননি মা-অন্ত প্রাণ ‘জানু’।

দুবাইয়ের এই জুমেরা এমিরেটস টাওয়ার হোটেলেই ছিলেন শ্রীদেবী।

মুম্বই ফিরে এসেছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি-ও। সে-ও আপাতত কাকার বাড়িতে। সোমবার অনিলের বাড়িতে চলে আসেন বনি কপূরের প্রথম পক্ষের ছেলে অর্জুন-ও। বহু পুরনো তিক্ততা সরিয়ে রেখেই।

হোটেলের ঘরের বাথটব।

জুহুর বাংলোর সামনে কাল থেকেই সাধারণ মানুষ আর মিডিয়ার ঢল। আজ সারা দিন একের পরে এক তারকা অনিলের বাড়ি ঘুরে গিয়েছেন— কোরিওগ্রাফার সরোজ খান, স্বামী শ্রীরাম নেনের সঙ্গে মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ, জয়া প্রদা, অমর সিংহ, ফারহা খান, ফারহান আখতার ও তাঁর মা হানি ইরানি, শাবানা আজমি, জাভেদ আখতার, তব্বু।

আরও পড়ুন: শ্রীদেবীর মৃত্যু জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের

মুম্বই পৌঁছেই অনিলের বাড়ি আসেন কমল হাসন। কাল রাতেই ঘুরে গিয়েছেন রেখা, রানি মুখোপাধ্যায়, অনুপম খের, মণীশ মলহোত্র। তারকাদের দেখার হিড়িকে বাংলোর সামনে বেশ ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তাঁদের গাড়ির উপরে হুমড়ি খেয়ে পড়ে ভিড়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হয়।

শোকাহত: ‘চাঁদনি’র পরিবারের পাশে দাঁড়াতে অনিল কপূরের বাড়িতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। সোমবার মুম্বইয়ে পিটিআইয়ের ছবি।

আগামী কয়েক দিনের বেশ কিছু শ্যুটিং ও অনুষ্ঠান বাতিল করেছে বলিউড। অমিতাভ বচ্চন ও ঋষি কপূরের নতুন ছবি ‘১০২ নট আউট’-এর একটি গানের শ্যুটিং আজ হওয়ার কথা ছিল। অমিতাভ জানান, প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধায় সেই শ্যুটিং মুলতুবি রাখা হল। শাবানা আজমিও আজ টুইট করে জানিয়েছেন, এই শোকের আবহে ২ মার্চ তাঁদের বাড়িতে হোলির অনুষ্ঠান হবে না। যশ রাজ ফিল্মসের তরফে আজ এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘বনি কপূর, জাহ্নবী, খুশি, আয়াপ্পান ও মারোয়া পরিবার শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ।’’ সূত্রের খবর, যশ রাজ ফিল্মস-ই প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্যের সব আয়োজন করেছে।

Sridevi Death Funeral Actor bollywood Last Wish White Celebrities শ্রীদেবী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy