Advertisement
১১ মে ২০২৪

কিং খানের ভূস্বর্গ প্রীতি

মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর উপত্যকাকে ‘মর্তের স্বর্গরাজ্য’ আখ্যা দিয়েছিলেন। তার পর শত ঝড়-ঝাপটা সামলেও প্রাকৃতিক সৌন্দর্য্যের কোনও খামতি নেই এ রাজ্যের। তাই হয়ত সিনেমার স্ক্রিনে বার বার ভূস্বর্গকে ব্যবহার করেছেন পরিচালক-প্রযোজকরা। বলিউডের প্রায় সব হিরোই শ্যুটিং করেছেন কাশ্মীরে। বাদ পড়েননি শাহরুখ খানও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৫ ১৭:০৬
Share: Save:

মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর উপত্যকাকে ‘মর্তের স্বর্গরাজ্য’ আখ্যা দিয়েছিলেন। তার পর শত ঝড়-ঝাপটা সামলেও প্রাকৃতিক সৌন্দর্য্যের কোনও খামতি নেই এ রাজ্যের। তাই হয়ত সিনেমার স্ক্রিনে বার বার ভূস্বর্গকে ব্যবহার করেছেন পরিচালক-প্রযোজকরা। বলিউডের প্রায় সব হিরোই শ্যুটিং করেছেন কাশ্মীরে। বাদ পড়েননি শাহরুখ খানও।

যশ চোপড়ার পরিচালনায় বাদশা অভিনীত ‘যব তক হ্যায় জান’ ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হয়েছিল কাশ্মীরে। শ্রীনগরের ডাল লেক, পহেলগাঁও ও গুলমার্গের সবুজ কার্পেট, লাদাখের রুক্ষ পাহাড়— বাদ পড়েনি কিছুই। অকুতোভয় ‘মেজর সমর আনন্দ’ সেই পাহাড়ের মাঝেই এক দিন ফিরে পান তার হারানো প্রেমিকাকে। সেই প্রেক্ষাপট নিজের ছবিতে ফের ব্যবহার করতে চান কিং খান। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের কাছে আরও একবার ভূস্বর্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

শাহরুখের ঠাকুমা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। আর তাঁর বাবার ইচ্ছে ছিল ভূস্বর্গের সঙ্গে ছেলের পরিচয় হোক। তাই ‘যব তক হ্যায় জান’ ছবির শ্যুটিং-চলাকালীন এসআরকে ট্যুইট করেছিলেন — “মনে হচ্ছে আমি এখন বাবার আলিঙ্গনেই আছি।”

ডাল লেকের সুসজ্জিত শিকারায় ‘কাশ্মীর কি কলি’, লাল-হলুদ টিউলিপের ‘সিলসিলা’, গুলমার্গের ‘জয় জয় শিব শংকর’— ছবি গুলিতে প্রকৃতি আর রোম্যান্স যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে সিনেপ্রেমীদের মনে। শুধু প্রেমই নয়, ‘রিল’ লাইফে রক্তাক্ত রূপেও ধরা দিয়েছে ভূস্বর্গ। অপহৃত স্বামীকে উদ্ধারের চেষ্টায় মরিয়া ‘রোজা’, সন্ত্রাসবাদীর ‘দিল সে’, ‘মিশন কাশ্মীর’-এর জল্পনা বা দেশের সীমান্ত রক্ষার ‘লক্ষ্য’ চিনিয়েছে কাশ্মীরের অন্য রূপ। কিন্তু শাহরুখ এবার কাশ্মীরকে নতুন কোন রূপে আবিষ্কার করেন তারই অপেক্ষায় ফিল্মি দুনিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE