Advertisement
E-Paper

দুই বোনের গপ্পো

দুই বুড়োর খপ্পর থেকে বাঁচার জন্য গ্রাম থেকে পালিয়ে যায় দুই বোন নিমকি আর ফুলকি। বুড়োর সঙ্গে বিয়ে তারা করবে না। রোডসাইড ধাবায় কাজ নেয়। সেখানেই ঘটে মজার সব ঘটনা। রাজ চক্রবর্তীর প্রযোজনায় জি বাংলায় আসছে ‘নিমকি-ফুলকি’।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৪৫
মানালী-শ্রীপর্ণা

মানালী-শ্রীপর্ণা

দুই বুড়োর খপ্পর থেকে বাঁচার জন্য গ্রাম থেকে পালিয়ে যায় দুই বোন নিমকি আর ফুলকি। বুড়োর সঙ্গে বিয়ে তারা করবে না। রোডসাইড ধাবায় কাজ নেয়। সেখানেই ঘটে মজার সব ঘটনা। রাজ চক্রবর্তীর প্রযোজনায় জি বাংলায় আসছে ‘নিমকি-ফুলকি’। ‘‘আমরা কিন্তু টেলিফিল্মে হাত পাকিয়ে ছবিতে এসেছি। নতুন ছেলেমেয়েরা নিজেদের তৈরি করবে কোথায়? সেই কথা ভেবেই টেলিভিশনে ছবি। আমি প্রযোজক নই। টিম মেম্বার। ‘নিমকি-ফুলকি’ এতটাই ভাল হয়েছে যে, যাঁরা দেখেছেন তাঁরা বলেছে এটার সিরিজ করতে,’’ বললেন এই ছবির প্রযোজক রাজ চক্রবর্তী। ছবিতে গ্রামের ডানপিটে মেয়ের চরিত্রে মানালি দে। চিনি, মৌরির পর তিনি এ বার নিমকির চরিত্রে। হেসে বললেন, ‘‘খাবারের নাম ছাড়া আমার আর নাম জোটে না। রাজদা আর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ডিটেলিং দেখে মনে হল বড় পরদার জন্যই কাজ করছি।’’

কাঞ্চন মল্লিক

ধারাবাহিকের বাইরে এসে নতুনদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের উদ্যেগ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এ ছবির অভিনেত্রীরা। কাঞ্চন মল্লিককেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘‘আমি আর মানালি খুব বন্ধু, তাই দুই বোনের বন্ডিং ফুটিয়ে তুলতে অসুবিধা হয়নি।’’ বললেন শ্রীপর্ণা রায় ওরফে ফুলকি। রাজ চক্রবর্তীকে অ্যাসিস্ট করার পরে নিজের গল্প নিয়ে ছবি করছেন অভিমন্যু মুখোপাধ্যায়। সঙ্গে সিনেম্যাটোগ্রাফার প্রেমেন্দু বিকাশ চাকী।

Nimki Phulki Raj Chakraborty Manali Dey Sreeparna Roy Kanchan Mullick Tele Actors ZEE Bangla Cinema Sisters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy