গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে জল্পনা অনেক দিনের। ষাটের দোরগোড়ায় পৌঁছে অভিনেতা নাকি প্রেমে পড়েছেন। সুনীতার সঙ্গে সম্পর্ক এমনই জায়গায় যায় যে বিবাহবিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। তবে ফের একসঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হতে শোনা যায় সুনীতাকে। এ বার ফের বিতর্ক উস্কে সুনীতা জানালেন, পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। ২০২৫ তাঁর জীবনের একটা কালো বছর।
একদিন আগেই সুনীতা তাঁর স্বামীর প্রেমের জল্পনা নস্যাৎ করেন। যদিও ইঙ্গিত দেন, মেয়েরা আসলে তাঁর স্বামীর টাকাপয়সাই চায়। কিন্তু এ বার আর কোনও রাখঢাক নয়। সুনীতা বলেন, ‘‘গোবিন্দ একটি মেয়ের প্রেমে পড়ে। যদিও সে অভিনেত্রী নয়। অভিনেত্রীদের এ সব করার দরকার পড়ে না। আর মেয়েটা তো ওকে ভালওবাসে না। শুধু পয়সা চাইত।’’ ২০২৫ সাল শেষ হতে ছয় দিন বাকি। সুনীতা জানান, নতুন বছরে তাঁর স্বামী সব জল্পনার অবসান ঘটাবেন। চলতি বছর যতটা খারাপ ছিল, নতুন বছর তাঁদের ততটা ভাল কাটবে। গোবিন্দ পরিবার নিয়ে থাকবেন, এমনই ইঙ্গিত সুনীতার। অভিনেতা-পত্নীর কথায়, ‘‘নতুন বছর চিচি (গোবিন্দ) ওর চামচাগুলো জীবন থেকে সরিয়ে কাজে মন দেবে। কারণ, ওরাও গোবিন্দর টাকাই চায়। আশা করব, গোবিন্দ বুঝবে ওর জীবনে মাত্র তিন জন নারীরই গুরুত্ব রয়েছে। তারা ওর মা, স্ত্রী ও মেয়ে। ওই চতুর্থ নারীকে জীবন থেকে বাইরে রাখবে বলেই আশা করি।’’