নব্বই দশকের সুপারহিটের তালিকায় উপরের দিকেই এ ছবির নাম। তারই সেটে নাকি দক্ষযজ্ঞ। এবং সকলে ভয়ে কাঁটা। ছবির নাম ‘ডর’। শোনা যায়, তুমুল বচসার জেরে প্রচণ্ড চটে গিয়ে নাকি নিজের প্যান্টটাই ছিঁড়ে ফেলেছিলেন সানি দেওল! এত রাগের নেপথ্যে? শাহরুখ খান! আর তার পরে ১৬ বছর কথা বন্ধ ছিল দু’জনের!কী হয়েছিল ‘ডর’-এর শ্যুটিংয়ে?
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রায় তিন দশকের আগের স্মৃতিতে ডুব দিয়েছিলেন ধর্মেন্দ্র-পুত্র। সানির দাবি, ‘‘শাহরুখকে নিয়ে ভয়ানক তর্ক হয়েছিল। রাগের চোটে নিজের মোটা প্যান্টটাই ছিঁড়ে ফেলেছিলাম!’’ অভিনেতা জানান, শ্যুটিং চলাকালীন পরিচালক যশ চোপড়ার সঙ্গে তুমুল ঝামেলা বাধে তাঁর।