তৈমুরের ছবি দেওয়া ওই কুকিজের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কেক কোম্পানি’ তৈরি করেছে এই বিশেষ কুকিজ। সূত্রের খবর, একটি বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে ওই কুকিজ তৈরি করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৫:৪৯
কুকিজের ওপর তৈমুরের ছবি।— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
বছর দু’য়েক বয়স। কিন্তু এখনই সেলিব্রিটির তকমা পায় সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। অন্তত সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সের কাছে এ ভাবেই পরিচিত এই স্টার কিড। জন্মের পর থেকেই সে লাইমলাইটে। ইতিমধ্যেই তৈমুরের মতো দেখতে পুতুল তৈরি হয়েছে। এ বার কুকিজের ওপরও দেখা গেল তৈমুরের ছবি!
তৈমুরের ছবি দেওয়া ওই কুকিজের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কেক কোম্পানি’ তৈরি করেছে এই বিশেষ কুকিজ। সূত্রের খবর, একটি বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে ওই কুকিজ তৈরি করা হয়েছিল।
তৈমুরের লাইমলাইটে থাকা নিয়ে সইফের মা অর্থাত্ শর্মিলা ঠাকুর এবং করিনার বাবা রণধীর কপূর আগেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু করিনা মনে করেন, তৈমুরের ছোট থেকেই জানা উচিত, ও তারকা দম্পতির সন্তান। ফলে যেখানেই যাবে ও লাইমলাইটে থাকবে। এই অভ্যেস ছেলের ছোট থেকেই হওয়া উচিত বলে মনে করেন নায়িকা। যদিও কুকিজের ওপর তৈমুরের ছবি ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত কপূর বা খান পরিবারের কোনও সদস্যই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।