Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ঋতুপর্ণ ঘোষের শরীরের রহস্য থেকে সুশান্ত সিংহ নিয়ে সৌরভের মন্তব্য, আগমনীতে তর্পণের সূচনা

আমি শাড়ি পরলে লোকে আঙুল তোলে—ঋতুপর্ণ ঘোষ খুব সাধারণ ছেলে মনে হয়েছিল সুশান্তকে, এসে বলল আমার বায়োপিক করবে—সৌরভ গঙ্গোপাধ্যায় পরজন্মে কি আর ছেলে, স্ত্রী থাকবে? সুনীলের একজন বান্ধবী হওয়াই ভাল—স্বাতী গঙ্গোপাধ্যায়

চলে যাওয়া তারাদের জল-ঝড়ের জীবন নিয়ে দৃশ্য বোনা হবে না কেন?মানুষ তো তাঁদের জীবন জানার জন্য মুখিয়ে থাকে!

চলে যাওয়া তারাদের জল-ঝড়ের জীবন নিয়ে দৃশ্য বোনা হবে না কেন?মানুষ তো তাঁদের জীবন জানার জন্য মুখিয়ে থাকে!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫১
Share: Save:

আমি শাড়ি পরলে লোকে আঙুল তোলে—ঋতুপর্ণ ঘোষ

খুব সাধারণ ছেলে মনে হয়েছিল সুশান্তকে, এসে বলল আমার বায়োপিক করবে—সৌরভ গঙ্গোপাধ্যায়

পরজন্মে কি আর ছেলে, স্ত্রী থাকবে? সুনীলের একজন বান্ধবী হওয়াই ভাল—স্বাতী গঙ্গোপাধ্যায়

মাটির তারারা চিহ্ন রেখে যান কাজে। সেই কাজের মধ্যে না বলা অনেক কথারা জড়ো হয় একে একে। আজও নীরার রহস্য নিয়ে কথা হয়, চুণী গোস্বামীর গোল নিয়ে মেতে ওঠে বাঙালি। তারকার মৃত্যুর পর থেকেও বোধ হয় তাঁর জীবনের আলো ধরা থাকে মানুষের মনে। “কোথাও মনে হয়, আমরা যারা তারকাদের ভক্ত, আমরাও একটা বৃহত্তর পরিবারের অংশ।আমাদেরও তো তাঁদের জন্য তর্পণ করা বাকি। এই অনুষ্ঠান সেই তর্পণের জায়গা।” আনন্দবাজার ডিজিটালকে উইন্ডোজের আগামী ভাবনা ‘তারাদের তর্পণ’ প্রসঙ্গে বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

কিন্তু মঞ্চে উপস্থাপনার যোগ্য এমন বিষয়কে‘হইচই’-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন কেন তিনি? “কোনও মানুষের জীবনকে সংরক্ষণের সময় এসেছে এখন। ডিজিটাল মিডিয়া আর শুধু সিনেমা বা ওয়েব সিরিজের মধ্যে আটকে থাকবে কেন?” প্রশ্ন শিবপ্রসাদের। নেটফ্লিক্স থেকে অ্যামাজন অনলাইন প্ল্যাটফর্ম ঘাঁটলেই দেখা যাবে এখন সিনেমা আর সিরিজের বাইরে নানা রকম কনটেন্ট। সম্প্রতি ‘লগান’ ছবির মেকিং নিয়ে তৈরি ‘ম্যাডনেস ইন দ্য ডেজার্ট’ দেখে মুগ্ধ পরিচালক। ছবির মেকিং নিয়ে আস্ত আর একটা ছবি যদি ওটিটি-র কনটেন্ট হয় তা হলে চলে যাওয়া তারাদের জল-ঝড়ের জীবন নিয়ে দৃশ্য বোনা হবে না কেন?মানুষ তো তাঁদের জীবন জানার জন্য মুখিয়ে থাকে!

যেমন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে এখন উত্তাল গোটা দেশ। কলকাতা, বাঙালি এই প্রাণচর্চার কেন্দ্র। বাঙালি যাঁর ভক্ত হয় তাঁকে নিয়ে মাতোয়ারা। নির্ভর করে না সে কোন প্রদেশের। শাহরুখ খানের ফ্যান ক্লাব সংখ্যা কলকাতায় সে কারণেই সবচেয়ে বেশি। “সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আজকাল মানুষ তাঁর অভিনয়সত্তা, স্টার্ট আপ, তাঁর দূরদর্শিতার কথা আর বলছে না, তারাদের শেষ তর্পণে মানুষ সুশান্তকে খুঁজেছি আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে। যাঁরা সুশান্তকে দেখলেন, কাজ করলেন, তাঁরা কী ভাবলেন?” ভাবনার খোলস ছাড়িয়ে কাজকে সামনে আনলেন শিবপ্রসাদ। তিনি কৃতজ্ঞ গৌতম ভট্টাচার্য আর মহেন্দ্র সোনির কাছে যাঁদের ছাড়া এই কাজই হত না।

আরও পড়ুন- ‘নকশাল আমল’ ফিরে আসবে এ বারের পুজোয়? কী হবে ‘উৎসবের পরে’?

জীবন-মৃত্যু বিতর্কে জড়িয়ে থাকা ঋতুপর্ণ ঘোষ। কেন তিনি শরীর বদল করলেন?এ প্রশ্ন সকলের। এ প্রসঙ্গে কী বলবেন তাঁর পছন্দের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? চুনী গোস্বামী ঘরের ভেতর স্ত্রীকে কেন বললেন,‘পরের বার জন্মালে মেসির দেশে।’ এক মাস কুড়ি দিনের ভেতরে চলে যান পিকে আর চুনী,সময় যাঁদের প্রতিদ্বন্দ্বী করে রেখেছিল। আসলে তাঁরা কি তাই ছিলেন?

আরও পড়ুন- গ্রেফতারের জন্য তৈরি রিয়া, দাবি আইনজীবীর

আসলে ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার শুধু ছবি বা সিরিজে আবদ্ধ নয়, ‘তারাদের তর্পণ’-এর মাধ্যমে উইন্ডোজ সেই কথাই বলতে চাইছে।“আমার দৃঢ় বিশ্বাস, এর পরে অন্য ধারার কনটেন্ট নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজ হবে”, আত্মবিশ্বাসী শিবপ্রসাদ। যে তারারা চলে গিয়েছেন তাঁরা আশ্চর্যজনক ভাবে আঁকড়ে ধরেছেন রবীন্দ্রনাথের গানকে। তাই প্রতি পর্বেই আছে পছন্দের গান। যেমন, চুনী গোস্বামীর পছন্দের গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের পছন্দের নাম ‘আমি অকৃতি অধম’ গেয়েছেন জয়তী চক্রবর্তী।সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে যে পর্ব সেই পর্বের গান ‘তুমি রবে নীরবে’, গেয়েছেন বাবুল সুপ্রিয়।

‘হইচই’ প্ল্যাটফর্মে মহালয়া এ বার তারাদের সকালে ভরা। যে তারারা পৃথিবীর মাঝে রেখে যান অগাধ জীবন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE