তাঁর ছবি মানেই কিছুটা আলাদা। একটু আলাদা টোন। অন্য রকম গল্প। সিনেমা হল থেকে বেরিয়ে এসেও মন ছুঁয়ে থাকা। বিশেষত রোম্যান্টিক প্লটে গল্প সাজাতে বরাবরই সিদ্ধহস্ত তিনি। তাই ‘রোজা’র পরিচালক মণি রত্নমের ছবি নিয়ে আলাদা একটা উত্তেজনা থাকেই। বি-টাউন সূত্রে খবর, শীঘ্রই নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন মণি। জানেন কি, সেই ছবির নায়ক কে?
আরও পড়ুন: ‘অভিনয় শেখার কারণ জিন হলে আমার তো চাষি হওয়ার কথা’