জাঁকজমকে দর্শকদের মন জিতেছে ‘ভিরে দি ওয়েডিং’। করিনা কপূর, স্বরা ভাস্কর, সোনম কপূর আর শিখা তলসনিয়াদের পোশাকও নজর কেড়েছে দর্শকদের। আর স্বীকৃতির সিকি ভাগই নিয়ে নেবেন ছবির ড্রেস ডিজাইনার-দ্বয় আবু জানি এবং সন্দীপ খোসলা।
তবে ভিরে অর্থাৎ করিনা বিয়ের দিন যে লেহেঙ্গাটি পরেছিলেন, সেটা আপাতত টক অব দ্য টাউন। এই লেহেঙ্গাটিরও ডিজাইন করেছিলেন আবু জানি এবং সন্দীপ খোসলা। কিন্তু সকলের নজরবন্দি হওয়ার মতো কী এমন রয়েছে এই লেহেঙ্গায়?
লেহেঙ্গাটি ট্রেন্ডি ঠিকই। কিন্তু এই লেহেঙ্গা যে কবে তৈরি হয়েছিল তা শুনলে খানিকটা চমকেই যেতে হয়। আদতে এই লেহেঙ্গাটি একটি ভিন্টেজ গার্মেন্ট। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, ২৫ বছর আগে নাকি তৈরি হয়েছিল এই লেহেঙ্গা।