Advertisement
২৬ ডিসেম্বর ২০২৫
Biopic

নতুন বছরে নজর থাকছে এই বায়োপিকগুলোর দিকেই!

বেশ কিছুদিন যাবৎ বলিউডে যেন বায়োপিকের ধুম বেড়েই চলেছে। বক্স অফিসে এক একটা বায়োপিক যতটা সফল হচ্ছে, দর্শকদের মধ্যে ততই বাড়তে থাকছে বায়োপিক নিয়ে উন্মাদনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১২:২৫
Share: Save:
০১ ১১
বেশ কিছুদিন যাবৎ বলিউডে যেন বায়োপিকের ধুম বেড়েই চলেছে। বক্স অফিসে এক একটা বায়োপিক যতটা সফল হচ্ছে, দর্শকদের মধ্যে ততই বাড়তে থাকছে বায়োপিক নিয়ে উন্মাদনা। ২০১৮ সালে বক্স অফিসে বাজিমাত করতে যে বায়োপিকগুলো আসছে, আপাতত চোখ থাকবে সেগুলোর দিকেই।

বেশ কিছুদিন যাবৎ বলিউডে যেন বায়োপিকের ধুম বেড়েই চলেছে। বক্স অফিসে এক একটা বায়োপিক যতটা সফল হচ্ছে, দর্শকদের মধ্যে ততই বাড়তে থাকছে বায়োপিক নিয়ে উন্মাদনা। ২০১৮ সালে বক্স অফিসে বাজিমাত করতে যে বায়োপিকগুলো আসছে, আপাতত চোখ থাকবে সেগুলোর দিকেই।

০২ ১১
রাজকুমার হিরানির হাত ধরে বলিউড সাক্ষী হতে চলেছে সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি ছবির। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির নাম সঞ্জু। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে। ছবির শুটিং এখন প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে নতুন বছরের ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।

রাজকুমার হিরানির হাত ধরে বলিউড সাক্ষী হতে চলেছে সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি ছবির। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির নাম সঞ্জু। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে। ছবির শুটিং এখন প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে নতুন বছরের ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।

০৩ ১১
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে ‘মণিকর্নিকা ছবির এই মুহূর্তে শুটিং চলছে। ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। বারানসীর ঘাটে কঙ্গনাকে শুটিংও করতে দেখা গিয়েছিল ‘মনিকর্নিকা’র জন্য।  আগামী বছরের ৩০ মার্চ মুক্তি পাবে কৃশ পরিচালিত এই ছবিটি।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে ‘মণিকর্নিকা ছবির এই মুহূর্তে শুটিং চলছে। ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। বারানসীর ঘাটে কঙ্গনাকে শুটিংও করতে দেখা গিয়েছিল ‘মনিকর্নিকা’র জন্য। আগামী বছরের ৩০ মার্চ মুক্তি পাবে কৃশ পরিচালিত এই ছবিটি।

০৪ ১১
জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহের জীবন নিয়ে একটি বায়োপিক। ছবির নাম ‘সুরমা’। ছবিতে সন্দীপ সিংহের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিলজিত দোসাঞ্জকে। দিলজিত ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু। শাদ আলি পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৮ সালের ২৯ মার্চ।

জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহের জীবন নিয়ে একটি বায়োপিক। ছবির নাম ‘সুরমা’। ছবিতে সন্দীপ সিংহের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিলজিত দোসাঞ্জকে। দিলজিত ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু। শাদ আলি পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৮ সালের ২৯ মার্চ।

০৫ ১১
অরুণাচলম মুরুগাননথমের কথা বোধ হয় সকলেরই জানা। কম খরচের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তৈরি করে যিনি সাধারণ মানুষকে চমকে দিয়েছিলেন। তারই জীবন নিয়ে তৈরি ছবি ‘প্যাডম্যান’। অক্ষয় কুমার রয়েছেন ছবিতে মুখ্য ভূমিকায়। এ ছাড়া রাধিকা আপ্তে এবং সোনম কপূরকেও দেখা যাবে এই ছবিতে। ছবির ট্রেলারও সামনে আসা মাত্রই বহু মানুষের পছন্দের তালিকায় চলে এসেছে ‘প্যাডম্যান’। নতুন বছরে প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে আর বালকি পরিচালিত এই ছবিটি।

অরুণাচলম মুরুগাননথমের কথা বোধ হয় সকলেরই জানা। কম খরচের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তৈরি করে যিনি সাধারণ মানুষকে চমকে দিয়েছিলেন। তারই জীবন নিয়ে তৈরি ছবি ‘প্যাডম্যান’। অক্ষয় কুমার রয়েছেন ছবিতে মুখ্য ভূমিকায়। এ ছাড়া রাধিকা আপ্তে এবং সোনম কপূরকেও দেখা যাবে এই ছবিতে। ছবির ট্রেলারও সামনে আসা মাত্রই বহু মানুষের পছন্দের তালিকায় চলে এসেছে ‘প্যাডম্যান’। নতুন বছরে প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে আর বালকি পরিচালিত এই ছবিটি।

০৬ ১১
গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে আসছে বায়োপিক ‘সুপার থারটি’। আনন্দ কুমারের ভূমিকায় ছবিতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। আসছে বছর ৩০ নভেম্বর মুক্তি পাবে বিকাশ বহেল পরিচালিত এই ছবি।

গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে আসছে বায়োপিক ‘সুপার থারটি’। আনন্দ কুমারের ভূমিকায় ছবিতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। আসছে বছর ৩০ নভেম্বর মুক্তি পাবে বিকাশ বহেল পরিচালিত এই ছবি।

০৭ ১১
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। ছবির চিত্রনাট্য লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হংসল মেটা। আগামী বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে বিজয় গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। ছবির চিত্রনাট্য লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হংসল মেটা। আগামী বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে বিজয় গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।

০৮ ১১
টি-সিরিজের মালিক গুলশন কুমারের জীবনীও পর্দায় ফুটে উঠবে। ছবির নাম মোগুল। মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার। কীভাবে  গুলশন কুমার খুন হলেন আর তার জীবনের আরও নানান খুঁটিনাটি নিয়ে নির্মিত হতে চলেছে এই ছবিটি। ২০১৮ সালের মাঝামাঝিই মুক্তি পাওয়ার কছা এই ছবিটির।

টি-সিরিজের মালিক গুলশন কুমারের জীবনীও পর্দায় ফুটে উঠবে। ছবির নাম মোগুল। মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার। কীভাবে গুলশন কুমার খুন হলেন আর তার জীবনের আরও নানান খুঁটিনাটি নিয়ে নির্মিত হতে চলেছে এই ছবিটি। ২০১৮ সালের মাঝামাঝিই মুক্তি পাওয়ার কছা এই ছবিটির।

০৯ ১১
শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবন নিয়েও তৈরি  হচ্ছে বায়োপিক। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে এই ছবিতে বাল ঠাকরের ভূমিকায়। যদিও এই ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবন নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে এই ছবিতে বাল ঠাকরের ভূমিকায়। যদিও এই ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

১০ ১১
বেশ কিছু দিন ধরেই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে দেখা যাচ্ছিল অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সঙ্গে। আসলে সাইনা নেহওয়াল বায়োপিকের জন্য তাঁর কাছে ট্রেনিং নিচ্ছিলেন শ্রদ্ধা। এই ছবিটিরও নাম এবং কবে মুক্তি পাবে সে বিষয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক।

বেশ কিছু দিন ধরেই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে দেখা যাচ্ছিল অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সঙ্গে। আসলে সাইনা নেহওয়াল বায়োপিকের জন্য তাঁর কাছে ট্রেনিং নিচ্ছিলেন শ্রদ্ধা। এই ছবিটিরও নাম এবং কবে মুক্তি পাবে সে বিষয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক।

১১ ১১
নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ ছবিটি মুক্তি পাবে ২০১৮ তেই। লেখক সদত হাসান মান্টোর জীবন নিয়ে তৈরি এই ছবিতে মান্টোর ভূমিকায় আমরা দেখতে পাব নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ ছবিটি মুক্তি পাবে ২০১৮ তেই। লেখক সদত হাসান মান্টোর জীবন নিয়ে তৈরি এই ছবিতে মান্টোর ভূমিকায় আমরা দেখতে পাব নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy