Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিনোদন

ফিল্মে এই বলি নায়িকাদের নিলেই নাকি ১০০ কোটির ক্লাব নিশ্চিত!

নিজস্ব প্রতিবেদন
০৮ অক্টোবর ২০১৮ ১১:৪০
সলমন, শাহরুখ, আমিররা তো রয়েছেনই। আছেন অক্ষয়, হৃতিকরাও। কিন্তু ফিল্ম মেগাহিট করাতে এই সব নায়কদের সঙ্গে একই সারিতে রয়েছেন কয়েক জন নায়িকাও। যাঁদের ছবি বেশির ভাগ ক্ষেত্রেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ‘হান্ড্রেড ক্রোর ক্লাব’-এর সেই বলি নায়িকারা কে জানেন?

অনুষ্কা শর্মা: জব তক হ্যায় জান (২০১২), পিকে (২০১৪), সুলতান (২০১৬), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬), সঞ্জু (২০১৮), সুই ধাগা (২০১৮) ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
Advertisement
সোনম কপূর: ভাগ মিলখা ভাগ (২০১৩), প্রেম রতন ধন পাঁয়ো (২০১৫), সঞ্জু (২০১৮), ভিরে ডি ওয়েডিং (২০১৮) সবকটি ছবি পেরিয়েছে ১০০ কোটির ক্লাব।

করিনা কপূর: ভিরে ডি ওয়েডিং(২০১৮), বজরঙ্গি ভাইজান (২০১৫), সিংহম রিটার্নস (২০১৪), বডিগার্ড (২০১১), রা-ওয়ান (২০১১), গোলমাল ৩ (২০১০), ৩ ইডিয়টস (২০০৯) প্রতিটি ছবিই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।
Advertisement
আসিন: গজনি (২০০৮), রেডি (২০১১), বোল বচ্চন (২০১২), হাউসফুল ২ (২০১২) সবকটি ছবি পেরিয়েছে ১০০ কোটির ক্লাব।

সোনাক্ষী সিংহ: দাবাং (২০১০), সন অব সর্দার (২০১২), রাউডি রাঠোর (২০১২), হলি ডে-আ সোলজার নেভার অব ডিউটি (২০১৪) সবকটি ছবিই পেরিয়েছে একশো কোটির ক্লাব।

জ্যাকলিন ফার্নান্ডেজ: হাউসফুল ২ (২০১২), রেস ২ (২০১৩), কিক (২০১৪), হাউসফুল (২০১৬), জুড়ুয়া ২(২০১৭), রেস ৩ (২০১৮) পেরিয়েছে ১০০ কোটির ক্লাব।

দীপিকা পাড়ুকোন: চেন্নাই এক্সপ্রেস (২০১৩), ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩), রামলীলা (২০১৩), রেস ২ (২০১৩), হ্যাপি নিউ ইয়ার (২০১৪), বাজিরাও মস্তানি (২০১৫), পদ্মাবত (২০১৮) সবকটি ছবিই পেরিয়েছে একশো কোটির ক্লাব।

ক্যাটরিনা কইফ: জব তক হ্যায় জান (২০১২), এক থা টাইগার (২০১২), ধূম ৩ (২০১৩), ব্যাং ব্যাং (২০১৪), টাইগার জিন্দা হ্যায় (২০১৭) এই সবকটি ছবিই পেরিয়েছে একশো কোটির ক্লাব।

ইলিয়ানা ডি ক্রুজ: ২০১২ সালে বরফি, ২০১৬ সালে রুস্তম পেরিয়েছে ১০০ কোটির ক্লাব। ২০১৯ সালে ‘রানা’ ছবিটিও পেরোতে পারে ১০০ কোটির ক্লাব।

প্রিয়াঙ্কা চোপড়া : ডন ২ (২০১১), বরফি (২০১২), অগ্নিপথ (২০১২), কৃশ ৩ (২০১৩), বাজিরাও মস্তানি (২০১৫) পিগি চপসের এই সবকটি ছবিই পেরিয়েছে একশো কোটির ক্লাব।