Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bollywood

কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল করতে কী করেছিলেন এই বলি তারকারা

বলিউডের মেনস্ট্রিমের নায়ক-নায়িকা হলেও বেশ কিছু তাক লাগানো ফিল্মে দেখা গিয়েছে এঁদের। নিজেরাই স্বীকার করেছেন, এমন চ্যালেঞ্জিং রোল নাকি তাঁরা কমই পেয়েছেন। কেমন সে রোলগুলি? জানেন কি সেই চরিত্রগুলিতে রূপ দিতে কী কী করেছেন তাঁরা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৩:১৯
Share: Save:
০১ ০৬
বলিউডের মেনস্ট্রিমের নায়ক-নায়িকা হলেও বেশ কিছু তাক লাগানো ফিল্মে দেখা গিয়েছে এঁদের। নিজেরাই স্বীকার করেছেন, এমন চ্যালেঞ্জিং রোল নাকি তাঁরা কমই পেয়েছেন। কেমন সে রোলগুলি? জানেন কি সেই চরিত্রগুলিতে রূপ দিতে কী কী করেছেন তাঁরা?

বলিউডের মেনস্ট্রিমের নায়ক-নায়িকা হলেও বেশ কিছু তাক লাগানো ফিল্মে দেখা গিয়েছে এঁদের। নিজেরাই স্বীকার করেছেন, এমন চ্যালেঞ্জিং রোল নাকি তাঁরা কমই পেয়েছেন। কেমন সে রোলগুলি? জানেন কি সেই চরিত্রগুলিতে রূপ দিতে কী কী করেছেন তাঁরা?

০২ ০৬
‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির রোলে নিজেকে উজাড় করে দিয়েছিলেন রণবীর সিংহ। আর কী কী করেছিলেন? রণবীরের কথায়, “গোরেগাঁওয়ের একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলাম। ২১ দিন লেগেছিল ওই চরিত্রে ঢুকে যেতে। আলাউদ্দিন খিলজির চলনবলন, উচ্চাশা, লোলুপতা ফুটিয়ে তুলতে হয়েছিল। কারণ, ওই চরিত্রের কোনও কিছুর সঙ্গেই তো নিজেকে মেলাতে পারি না আমি।”

‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির রোলে নিজেকে উজাড় করে দিয়েছিলেন রণবীর সিংহ। আর কী কী করেছিলেন? রণবীরের কথায়, “গোরেগাঁওয়ের একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলাম। ২১ দিন লেগেছিল ওই চরিত্রে ঢুকে যেতে। আলাউদ্দিন খিলজির চলনবলন, উচ্চাশা, লোলুপতা ফুটিয়ে তুলতে হয়েছিল। কারণ, ওই চরিত্রের কোনও কিছুর সঙ্গেই তো নিজেকে মেলাতে পারি না আমি।”

০৩ ০৬
বিহার থেকে কাজের খোঁজে আসা এক মেয়ের চরিত্রে আলিয়া ভট্টকে দেখা গিয়েছিল ‘উড়তা পঞ্জাব’-এ। আলিয়ার মতে, তাঁর সবথেকে কঠিন ফিল্ম ছিল সেটা। আলিয়া বলেন, “আমি হলাম ডিরেক্টর্স অ্যাক্টর। ডিরেক্টরের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েই ওই রোলটা করেছিলাম।”

বিহার থেকে কাজের খোঁজে আসা এক মেয়ের চরিত্রে আলিয়া ভট্টকে দেখা গিয়েছিল ‘উড়তা পঞ্জাব’-এ। আলিয়ার মতে, তাঁর সবথেকে কঠিন ফিল্ম ছিল সেটা। আলিয়া বলেন, “আমি হলাম ডিরেক্টর্স অ্যাক্টর। ডিরেক্টরের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েই ওই রোলটা করেছিলাম।”

০৪ ০৬
‘ট্র্যাপড্‌’ ফিল্মে নিজের সবচেয়ে চ্যালেঞ্জিং রোলটা করেছিলেন বলে জানিয়েছিলেন রাজকুমার রাও। ফিল্মটির শুটিংয়ে রাজকুমার তাঁর ‘সার্ভাইভাল জার্নি’ অনস্ক্রিনে দেখাতে কী করেছিলেন জানেন? ২০ দিন ধরে শুধুমাত্র এক কাপ করে কফি ও একটি করে গাজর খেয়ে কাটিয়েছিলেন রাজকুমার!

‘ট্র্যাপড্‌’ ফিল্মে নিজের সবচেয়ে চ্যালেঞ্জিং রোলটা করেছিলেন বলে জানিয়েছিলেন রাজকুমার রাও। ফিল্মটির শুটিংয়ে রাজকুমার তাঁর ‘সার্ভাইভাল জার্নি’ অনস্ক্রিনে দেখাতে কী করেছিলেন জানেন? ২০ দিন ধরে শুধুমাত্র এক কাপ করে কফি ও একটি করে গাজর খেয়ে কাটিয়েছিলেন রাজকুমার!

০৫ ০৬
হৃত্বিক রোশন এক বার বলেছিলেন, ‘গুজারিশ’ করার পর তাঁর আশপাশের দুনিয়াটাই বদলে গিয়েছে। রোশন জুনিয়রের কথায়, “এটা আমার কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল ছিল। আবার একই সঙ্গে সবচেয়ে সোজাও বটে!” কেন? “এ রকম মানুষের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়, এ দুনিয়ায় কত গভীরতা রয়েছে! তখন এই চরিত্রে মিশে যাওয়াটাও সহজ হয়ে পড়ে।”

হৃত্বিক রোশন এক বার বলেছিলেন, ‘গুজারিশ’ করার পর তাঁর আশপাশের দুনিয়াটাই বদলে গিয়েছে। রোশন জুনিয়রের কথায়, “এটা আমার কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল ছিল। আবার একই সঙ্গে সবচেয়ে সোজাও বটে!” কেন? “এ রকম মানুষের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়, এ দুনিয়ায় কত গভীরতা রয়েছে! তখন এই চরিত্রে মিশে যাওয়াটাও সহজ হয়ে পড়ে।”

০৬ ০৬
‘এনএইচ১০’ ফিল্মে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল শহুরে মেয়ের ভূমিকায়। যে মেয়ে স্বামীর হত্যার বদলা নেয়। অনুষ্কা বলেছিলেন, “শারীরিক ভাবে খুবই চ্যালেঞ্জিং ছিল সেই বদলটা। ওই রোলটা করতে গিয়ে সে ভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম। অন্য চরিত্রগুলির সঙ্গে খাপ খাওয়াতে ওয়ার্কশপও করেছিলাম আমি।”

‘এনএইচ১০’ ফিল্মে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল শহুরে মেয়ের ভূমিকায়। যে মেয়ে স্বামীর হত্যার বদলা নেয়। অনুষ্কা বলেছিলেন, “শারীরিক ভাবে খুবই চ্যালেঞ্জিং ছিল সেই বদলটা। ওই রোলটা করতে গিয়ে সে ভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম। অন্য চরিত্রগুলির সঙ্গে খাপ খাওয়াতে ওয়ার্কশপও করেছিলাম আমি।”

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE