ভ্লাদিমির পুতিনের ভারত সফরের চুলচেরা বিশ্লেষণে মত্ত আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব। দু’দিনের জন্য এসে সম্পর্ককে আরও মজবুত করতে নয়াদিল্লির হাতে কী কী ‘কৌশলগত উপহার’ তুলে দিলেন রুশ প্রেসিডেন্ট? তিনি দেশে ফিরতেই এই নিয়ে কূটনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। তবে সব কিছুকে ছাপিয়ে বার বার খবরের শিরোনামে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত পর্যায়ের ‘বন্ধুত্ব’। প্রায় আড়াই দশক আগে মস্কো সফরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং মোদী।
সালটা ২০০১। ভারত-রুশ সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে সে বছর মস্কো সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাঁর সঙ্গে পূর্ব ইউরোপের দেশটিতে যান সদ্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মোদী। তখনই পুতিনের সঙ্গে প্রথম বার সাক্ষাৎ হয় তাঁর। রুশ প্রেসিডেন্ট দিল্লিতে পা দিতেই আর্কাইভে পড়ে থাকা সেই ছবি নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। স্মৃতি হাতড়ে এই বিষয়ে বিবৃতি দিতে দেরি করেননি বর্তমান প্রধানমন্ত্রী।