Advertisement
০৪ মে ২০২৪

বাবা-র র‌্যাপে ডোনাল্ড ট্রাম্প

বাবা সহগলকে মনে আছে? ইন্ডিয়ান পপে’র ফার্স্ট র‌্যাপারকে চটজলদি মনে পড়ার কথা নয় এখানকার প্রজন্মের। কিন্তু, নব্বইয়ের দশকে ইন্ডিপপে’র দুনিয়ায় সাড়া জাগানো এন্ট্রি হয়েছিল বাবা-র। টেলিভিশনের পর্দায় তখন হামেশাই দেখা যেত ‘দিল ধড়কে’র ভিডিও। ‘ঠান্ডা ঠান্ডা পানি’ অ্যালবামের সেই গানে বাবা সহগলের র‌্যাপের সঙ্গে পূজা বেদীর ডেডলি কম্বো তখন সুপার-ডুপার হিট।

‘ট্রাম্প কা মেনিয়া’র ভিডিওতে বাবা সহগল।

‘ট্রাম্প কা মেনিয়া’র ভিডিওতে বাবা সহগল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৩
Share: Save:

বাবা সহগলকে মনে আছে? ইন্ডিয়ান পপে’র ফার্স্ট র‌্যাপারকে চটজলদি মনে পড়ার কথা নয় এখানকার প্রজন্মের। কিন্তু, নব্বইয়ের দশকে ইন্ডিপপে’র দুনিয়ায় সাড়া জাগানো এন্ট্রি হয়েছিল বাবা-র। টেলিভিশনের পর্দায় তখন হামেশাই দেখা যেত ‘দিল ধড়কে’র ভিডিও। ‘ঠান্ডা ঠান্ডা পানি’ অ্যালবামের সেই গানে বাবা সহগলের র‌্যাপের সঙ্গে পূজা বেদীর ডেডলি কম্বো তখন সুপার-ডুপার হিট। এ বার সেই বাবা-র নয়া চমক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে র‌্যাপ। হ্যাঁ! ঠিকই শুনেছেন। মার্কিন মুলুকের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের গুণগানে র‌্যাপে গলা ছেড়েছেন বাবা। আর ইউ়টিউবে সেই ‘ট্রাম্প কা মেনিয়া’র ভিডিও পোস্টের পর থেকেই তা ভাইরাল। তিন দিনে সত্তর হাজারের বেশি হিট!

আরও পড়ুন

সত্যিই কি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন কর্ণ? মুখ খুললেন অবশেষে

ভিডিওতে ট্রাম্পের জনসভার ফুটেজের সামনে দাঁড়িয়ে চোখ ধাঁধাঁনো লাল রঙের ট্র্যাকস্যুটে ক্যাচি টিউনে বাবা গাইছেন, “ট্রাম্প কা মেনিয়া/ফ্রম মুম্বই টু কেনিয়া/ভাষণ সুননে চলে উস্‌কা সারা ক্যালিফোর্নিয়া।” তা হঠাৎ ট্রাম্পকে নিয়ে পড়লেন কেন বাবা সহগল? ইউটিউবে সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। “ট্রাম্পকে নিয়ে গান বাঁধার লোভ সামলাতে পারলাম না। এই ভদ্রলোকের মধ্যে একটা ব্যাপার রয়েছে।” বাবা-র দাবি, “শেষমেশ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন কি না তা জানি না। তবে এর মধ্যেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।” এখন দেখার শেষমেশ বাবা কত জনের মন জয় করেন!

দেখুন বাবা সহগলের ‘ট্রাম্প কা মেনিয়া’ ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baba Sehgal Donald Trump Rap Song
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE