Advertisement
১৮ জুলাই ২০২৪
Entertainment News

আপকামিং মুভিজ: নভেম্বরে বলিউডে কী কী ছবি আসছে জানেন?

নভেম্বর মানেই শীতের শুরু। পিকনিক-বইমেলা-গুড়ের মিষ্টির ‘টু-ডু’ তালিকায় হলে গিয়ে নতুন ছবি দেখাও কিন্তু অনিবার্য। এ মাসে বেশ কয়েকটি ছবি রিলিজ হচ্ছে বলিউডে। এক ঝলকে দেখে নিন বলিউডের আপকামিং মুভিজ কোনগুলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১৪:২৩
Share: Save:
০১ ০৭
নভেম্বর মানেই শীতের শুরু। পিকনিক-বইমেলা-গুড়ের মিষ্টির ‘টু-ডু’ তালিকায় হলে গিয়ে নতুন ছবি দেখাও কিন্তু অনিবার্য। এ মাসে বেশ কয়েকটি ছবি রিলিজ হচ্ছে বলিউডে। এক ঝলকে দেখে নিন বলিউডের আপকামিং মুভিজ কোনগুলি।

নভেম্বর মানেই শীতের শুরু। পিকনিক-বইমেলা-গুড়ের মিষ্টির ‘টু-ডু’ তালিকায় হলে গিয়ে নতুন ছবি দেখাও কিন্তু অনিবার্য। এ মাসে বেশ কয়েকটি ছবি রিলিজ হচ্ছে বলিউডে। এক ঝলকে দেখে নিন বলিউডের আপকামিং মুভিজ কোনগুলি।

০২ ০৭
ইত্তেফাক: ১৯৬৯ সালে যশ চোপড়ার তৈরি ছবির নামেই এই ছবি। ট্রেলারেই নজর কেড়েছে ‘ইত্তেফাক’। ছবিটিতে দু’টি খুন, দুই অভিযুক্তের গল্প দেখানো হয়েছে। যেখানে কোনও এক জনকে ভুল বোঝা হচ্ছে। সিদ্ধার্থ মলহোত্র ও সোনাক্ষী সিনহার এই ছবির মুক্তি ৩ নভেম্বর।

ইত্তেফাক: ১৯৬৯ সালে যশ চোপড়ার তৈরি ছবির নামেই এই ছবি। ট্রেলারেই নজর কেড়েছে ‘ইত্তেফাক’। ছবিটিতে দু’টি খুন, দুই অভিযুক্তের গল্প দেখানো হয়েছে। যেখানে কোনও এক জনকে ভুল বোঝা হচ্ছে। সিদ্ধার্থ মলহোত্র ও সোনাক্ষী সিনহার এই ছবির মুক্তি ৩ নভেম্বর।

০৩ ০৭
শাদি মে জরুর আনা: পর পর হিট। ‘বরেলি কি বরফি’, ‘নিউটন’-এর পর ফের নতুন ছবি নিয়ে হাজির রাজকুমার রাও। এ বারের ছবির প্লট লখনউকে কেন্দ্র করে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আরতির চরিত্রে অভিনয় করেছেন কৃতী খরবান্দা। দেখেশুনে বিয়ের পরও কীভাবে সেটি ব্যুমেরাং হয়ে যায়, সেই গল্পই দেখানো হয়েছে মজার ছলে। হ্যাপি এন্ডিং এই ছবির মুক্তি ১০ নভেম্বর।

শাদি মে জরুর আনা: পর পর হিট। ‘বরেলি কি বরফি’, ‘নিউটন’-এর পর ফের নতুন ছবি নিয়ে হাজির রাজকুমার রাও। এ বারের ছবির প্লট লখনউকে কেন্দ্র করে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আরতির চরিত্রে অভিনয় করেছেন কৃতী খরবান্দা। দেখেশুনে বিয়ের পরও কীভাবে সেটি ব্যুমেরাং হয়ে যায়, সেই গল্পই দেখানো হয়েছে মজার ছলে। হ্যাপি এন্ডিং এই ছবির মুক্তি ১০ নভেম্বর।

০৪ ০৭
কারিব কারিব সিঙ্গল: ইরফান খান ও মালয়ালী অভিনেত্রী পার্বতীর ‘কারিব কারিব সিঙ্গল’ একটি মজার অথচ রোম্যান্টিক ছবি।প্রাক্তন সম্পর্ক নিয়ে নতুন করে জার্নি। ফের কি প্রেমে পড়বেন তাঁরা? এই ছবিরও মুক্তি ১০ নভেম্বর।

কারিব কারিব সিঙ্গল: ইরফান খান ও মালয়ালী অভিনেত্রী পার্বতীর ‘কারিব কারিব সিঙ্গল’ একটি মজার অথচ রোম্যান্টিক ছবি।প্রাক্তন সম্পর্ক নিয়ে নতুন করে জার্নি। ফের কি প্রেমে পড়বেন তাঁরা? এই ছবিরও মুক্তি ১০ নভেম্বর।

০৫ ০৭
তুমহারি সুলু:পর্দায় ফিরছেন বিদ্যা বালন। এ বার সুলু বৌদির রূপে। ছবির নাম ‘তুমহারি সুলু’। এ বার তিনি রেডিও জকি (আরজে)। তবে একেবারে অন্য মেজাজে। ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালনকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি। বিদ্যার অস্ত্র তাঁর সেক্সি কণ্ঠস্বর। ছবির মুক্তি ১৭ নভেম্বর।

তুমহারি সুলু:পর্দায় ফিরছেন বিদ্যা বালন। এ বার সুলু বৌদির রূপে। ছবির নাম ‘তুমহারি সুলু’। এ বার তিনি রেডিও জকি (আরজে)। তবে একেবারে অন্য মেজাজে। ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালনকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি। বিদ্যার অস্ত্র তাঁর সেক্সি কণ্ঠস্বর। ছবির মুক্তি ১৭ নভেম্বর।

০৬ ০৭
ফিরাঙ্গি: নিজের প্রযোজিত এবং ‘দ্য কপিল শর্মা শো’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর রাজীব ঢিংড়া পরিচালিত ছবি ‘ফিরাঙ্গি’ নিয়ে নভেম্বরেই পর্দায় ফিরছেন কপিল শর্মা। ছবিতে দর্শকদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বাধীনতার যুগে। ট্রেলারেই নজর কেড়েছেন কপিল শর্মা। ছবির মুক্তি ২৪ নভেম্বর।

ফিরাঙ্গি: নিজের প্রযোজিত এবং ‘দ্য কপিল শর্মা শো’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর রাজীব ঢিংড়া পরিচালিত ছবি ‘ফিরাঙ্গি’ নিয়ে নভেম্বরেই পর্দায় ফিরছেন কপিল শর্মা। ছবিতে দর্শকদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বাধীনতার যুগে। ট্রেলারেই নজর কেড়েছেন কপিল শর্মা। ছবির মুক্তি ২৪ নভেম্বর।

০৭ ০৭
তেরা ইন্তেজার: সুপারন্যাচরাল ছোঁয়া রয়েছে ছবিতে। দুই প্রেমিকের বিচ্ছেদের পরই এমন অদ্ভুত ঘটনা। রাজীব ওয়ালিয়া পরিচালিত এই ছবিতে দেখা যাবে আরবাজ খান ও সানি লিওনকে। ‘তেরা ইন্তেজার’-এর মুক্তি ২৪ নভেম্বর।

তেরা ইন্তেজার: সুপারন্যাচরাল ছোঁয়া রয়েছে ছবিতে। দুই প্রেমিকের বিচ্ছেদের পরই এমন অদ্ভুত ঘটনা। রাজীব ওয়ালিয়া পরিচালিত এই ছবিতে দেখা যাবে আরবাজ খান ও সানি লিওনকে। ‘তেরা ইন্তেজার’-এর মুক্তি ২৪ নভেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE