রানিকুঠির মাঠ। ফুটবল খেলছেন ঊষসী চক্রবর্তী। কখনও ভোরবেলা, কখনও বা বিকেলে মাঠে ওয়েট লিফটিং করছেন। ডায়েটও চলছে জোরকদমে।
অভিনয়ের মাঠ ছেড়ে খেলার ময়দানে? ‘‘এই বয়সে ফুটবল শেখার সুযোগ পাচ্ছি। তাও আবার খোদ শিলটনের মতো খেলোয়াড়ের কাছ থেকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কোচ! ছবির জন্য এরকম কাজ করতে হবে ভাবিনি কখনও’’ ঊচ্ছ্বসিত ঊষসী। মহিলা ফুটবলার ‘কুসুমিতা’-র চরিত্রে অভিনয় করছেন তিনি। বাস্তবে ঊষসীর কোচ হলেও ছবিতে কুসুমিতার প্রেমিকের চরিত্রে শিলটন। বাস্তব থেকে বেরিয়ে এসে এই ছবি কুসুমিতার প্রেমকেও ফ্রেমে ধরে রাখবে।
আবার লড়াকু কোচ সৌমিত্র চট্টোপাধ্যায়। এ বার তিনি আর ‘কোনি’-র ‘ক্ষিতদা’নন। ফুটবলার কুসুমিতার ট্রেনার, যিনি পা ভেঙে যাওয়ার পরেও এক ফুটবলারকে ময়দানে ফিরিয়ে আনার সাহস দেখান।