৫ মাস হতে চলল বিয়ে হয়েছে বরুণ ধবন ও নাতাশা দালালের। খুবই ছোট পরিসরে বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার। এরই মধ্যে ইনস্টাগ্রামে সুখবর দিয়েছেন বরুণ ধবন। ৪ দিন আগে সন্তানের ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ফাদারহুড’। অর্থাৎ বাবা হওয়ার আনন্দ উপভোগ করছেন অভিনেতা। কেবল সাধারণ নেটাগরিকরাই নন, ভিডিয়ো দেখে মন্তব্য বাক্সে ঝাঁপিয়ে পড়েছিলেন বলিউড তারকারাও।
শুক্রবার তারকা দম্পতি একসঙ্গে ছবি পোস্ট করলেন। ছোট্ট পরিবার, সুখী পরিবার। তাঁদের পোষ্য সারমেয় দু'জনের মাঝে আদর খেতে খেতে ঠিক ক্যামেরায় পোজ দিয়ে নিয়েছে।