Advertisement
E-Paper

‘আনন্দ’ ছবির অভিনেত্রী সীমা দেও প্রয়াত, হিন্দির পাশাপাশি কাজ করেছিলেন বহু মরাঠি ছবিতে

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ অভিনেত্রী তাঁর বান্দ্রার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত বছর প্রয়াত হয়েছেন সীমার স্বামী অভিনেতা রমেশ দেও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৭:৫৬
Veteran Bollywood actress Seema Deo best known for movies like Anand and Koshish passes away

ছবি: সংগৃহীত।

বলিউডে আবার শোকের ছায়া। বৃহস্পতিবার প্রয়াত হলেন ‘আনন্দ’ খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ অভিনেত্রী তাঁর বান্দ্রার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। ‘কোশিশ’, ‘কোরা কাগজ’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক।

সীমার পুত্র পরিচালক অভিনয় দেও সংবাদমাধ্যমকে তাঁর মায়ের প্রয়াণের খবরটি জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরেই সীমা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শরীরে দানা বেঁধেছিল অ্যালঝাইমার্স রোগ। ২০২০ সালে টুইটারে মায়ের স্বাস্থ্য নিয়ে ‘দিল্লি বেলি’ ছবির পরিচালক অভিনয় লেখেন, ‘‘আমার মা বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত।’’

দীর্ঘ কেরিয়ারে সীমা ৮০টিরও বেশি হিন্দি এবং মরাঠি ছবিতে অভিনয় করেছেন। ১৯৬০ সালে মুক্তি পায় অভিনেত্রীর প্রথম ছবি ‘মিয়া বিবি রাজ়ি’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মরাঠি ছবি ‘জীবন ছায়া’তে শেষ বারের মতো দর্শকদের সামনে আসেন সীমা। ২০২২ সালে ৯৩ বছর বয়সে সীমার স্বামী অভিনেতা রমেশ দেও প্রয়াত হন। সীমার প্রয়াণে বলিউডের একাধিক ব্যক্তিত্ব সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

Actress Death Seema Deo Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy