প্রয়াত তামিল অভিনেতা রাজেশ। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। তার সঙ্গে রক্তচাপও কমে গিয়েছিল অনেকটা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার। জানিয়েছে রাজেশের পরিবার।
অভিনেতার দেহ চেন্নাইয়ে রামাপুরমে তাঁর বাড়িতেই রাখা হয়েছে। অভিনেতার কন্যা আমেরিকা থেকে চেন্নাই ফিরলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। রাজেশ চেন্নাইয়ে পুত্রের সঙ্গে থাকতেন। স্ত্রী জোয়ান সিলভিয়া ভনাথিয়ার ২০১২ সালে প্রয়াত হন।
রাজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমার ঘনিষ্ঠ বন্ধুর আকস্মিক মৃত্যু আমার কাছে বড় ধাক্কা। খুবই দুঃখ পেয়েছি এই খবর পেয়ে। খুব ভাল মানুষ ছিলেন তিনি। প্রার্থনা করি, ওঁর আত্মা যেন শান্তি পায়। ওঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমি সমব্যথী।”
আরও পড়ুন:
অভিনেত্রী রাধিকা সরথকুমারও শোকপ্রকাশ করে লিখেছেন, “রাজেশের আকস্মিক মৃত্যু আমার কাছে বড় ধাক্কা। এক সঙ্গে বহু ছবিতে আমরা কাজ করেছি। ছবি নিয়ে ওঁর অগাধ জ্ঞান ছিল। ওঁকে আমাদের সকলের মনে পড়বে।”
দেশ জুড়ে ফের ছড়িয়েছে করোনা আতঙ্ক। চার-পাঁচ বছর আগের স্মৃতি ফের হানা দিচ্ছে। শ্বাসকষ্ট করোনার অন্যতম উপসর্গ। তাই অভিনেতার উপসর্গ জানতে পেরে উদ্বিগ্ন লোকজন। যদিও, তিনি করোনা আক্রান্ত ছিলেন, এমন কোনও খবর এখনও জানা যায়নি।
উল্লেখ্য, প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন রাজেশ। পরিচালক কে বালাচন্দ্রের ছবি ‘আভাল ওরু থোডারকড়াই’ ছবিতে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের সফর।