ফের ভাইরাল ছোট নবাব। এ বার সে হাজির হ্যালোউইনের পোশাকে।
দিন কয়েক আগে নবাব দম্পতি পাপারাজ্জিদের কিছুটা হুমকির সুরেই তৈমুরকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন।
এরপর আর তৈমুরকে দেখাও যায়নি প্রকাশ্যে। তবে আবারও তৈমুর ধরা দিল ক্যামেরার সামনে। এ বার সে হাজির ‘স্পুকি ড্রেস’-এ। পিঠে আবার একটা ডানা মেলা কালো স্কার্ফও ছিল কালোা টি শার্টের সঙ্গে।
আরও পড়ুন: ঋতম সেনের নতুন গানের ভিডিয়ো ভাইরাল, গায়কি মনে করাচ্ছে গীতা দত্তকে
বলা ভাল, দীপাবলির আগে অনুরাগীদের নিরাশ করল না ফুলকো গোলাপি গালের খুদে তারকা। হ্যালোউইনের বিচিত্র সাজেও নবাব পুত্র দিব্যি সাবলীল। এ বারও সে রীতিমতো সাড়া ফেলে দিল ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে। ছবি আর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হল ভাইরাল।
তৈমুর ও ইনায়া হ্যালোউইনের বেশে। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
নেটিজেনদের অনেকেই আবার বলছেন, তৈমুর বোঝাতে চাইছে তার ছবি যেন কেউ না তোলে। তাই হাত নেড়েই ন্যানির কোলে গিয়ে উঠে পড়ছে সে।
#taimuralikhan snapped at #ahilsharma #happybirthday bash as #batman @manav.manglani
দু’মাস বাদেই জন্মদিন শর্মিলার আদরের এই নাতির। অনেকেরই মুখ ভার হয়েছিল তাকে বহু দিন দেখতে না পেয়ে। অবশেষে আলোর উৎসবের আগে সে চলে এল সব্বার সামনে, তাও আবার হ্যালোউইন পার্টির পোশাকে।
আরও পড়ুন: বিরাটই ক্রিকেটের নেতা, বলছেন লারা
I AM 🥰🥰🥰🥰 BECAUSE HIS ‘BYE’ CAN MAKE ANYONE GO 🥰🥰🥰🥰 #taimuralikhan
সোহা আলি খান ও কুণাল খেমুর কন্যা ইনায়াকেও দেখা গিয়েছে এই পোশাকে।
তৈমুর, কর্ণ জোহরের দুই সন্তান রুহি জোহর-এর মতো অনেক স্টার কিডই অর্পিতা খান শর্মার বাড়িতে আমন্ত্রিত ছিলেন। আর সেই পার্টিতে যাওয়ার জন্যই তৈমুরের পরনে ছিল এমন একটি পোশাক। সাদা প্যান্ট, লাল জুতো ও হাতে চশমা নিয়ে তৈমুরকে দেখেই শোরগোল পড়ে যায় সবার মধ্যে।
রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।