Advertisement
E-Paper

ভূতুড়ে পোশাকে হাজির তৈমুর, ভাইরাল ভিডিয়ো

এবার সে হাজির হ্যালোউইনের পোশাকে।সাদা প্যান্ট, লাল জুতো ও হাতে চশমা নিয়ে তৈমুরকে দেখেই শোরগোল পড়ে যায় সবার মধ্যে। আর জামায় একটা ‘স্পুকি ফেস’। পিঠে পরে একটা কালো স্কার্ফ নিয়েও দেখা গিয়েছে খুদে তারকাকে। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৮:৫৬
হ্যালোউইনেও ফ্যাশনিস্তা ছোট্ট তৈমুর।

হ্যালোউইনেও ফ্যাশনিস্তা ছোট্ট তৈমুর।

ফের ভাইরাল ছোট নবাব। এ বার সে হাজির হ্যালোউইনের পোশাকে।

দিন কয়েক আগে নবাব দম্পতি পাপারাজ্জিদের কিছুটা হুমকির সুরেই তৈমুরকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন।

এরপর আর তৈমুরকে দেখাও যায়নি প্রকাশ্যে। তবে আবারও তৈমুর ধরা দিল ক্যামেরার সামনে। এ বার সে হাজির ‘স্পুকি ড্রেস’-এ। পিঠে আবার একটা ডানা মেলা কালো স্কার্ফও ছিল কালোা টি শার্টের সঙ্গে।

আরও পড়ুন: ঋতম সেনের নতুন গানের ভিডিয়ো ভাইরাল, গায়কি মনে করাচ্ছে গীতা দত্তকে

বলা ভাল, দীপাবলির আগে অনুরাগীদের নিরাশ করল না ফুলকো গোলাপি গালের খুদে তারকা। হ্যালোউইনের বিচিত্র সাজেও নবাব পুত্র দিব্যি সাবলীল। এ বারও সে রীতিমতো সাড়া ফেলে দিল ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে। ছবি আর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হল ভাইরাল।

তৈমুর ও ইনায়া হ্যালোউইনের বেশে। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নেটিজেনদের অনেকেই আবার বলছেন, তৈমুর বোঝাতে চাইছে তার ছবি যেন কেউ না তোলে। তাই হাত নেড়েই ন্যানির কোলে গিয়ে উঠে পড়ছে সে।

#taimuralikhan snapped at #ahilsharma #happybirthday bash as #batman @manav.manglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

দু’মাস বাদেই জন্মদিন শর্মিলার আদরের এই নাতির। অনেকেরই মুখ ভার হয়েছিল তাকে বহু দিন দেখতে না পেয়ে। অবশেষে আলোর উৎসবের আগে সে চলে এল সব্বার সামনে, তাও আবার হ্যালোউইন পার্টির পোশাকে।

আরও পড়ুন: বিরাটই ক্রিকেটের নেতা, বলছেন লারা

I AM 🥰🥰🥰🥰 BECAUSE HIS ‘BYE’ CAN MAKE ANYONE GO 🥰🥰🥰🥰 #taimuralikhan

A post shared by Taimur Ali Khan Pataudi 👼💋 (@taimuralikhanx) on

সোহা আলি খান ও কুণাল খেমুর কন্যা ইনায়াকেও দেখা গিয়েছে এই পোশাকে।

তৈমুর, কর্ণ জোহরের দুই সন্তান রুহি জোহর-এর মতো অনেক স্টার কিডই অর্পিতা খান শর্মার বাড়িতে আমন্ত্রিত ছিলেন। আর সেই পার্টিতে যাওয়ার জন্যই তৈমুরের পরনে ছিল এমন একটি পোশাক। সাদা প্যান্ট, লাল জুতো ও হাতে চশমা নিয়ে তৈমুরকে দেখেই শোরগোল পড়ে যায় সবার মধ্যে।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

Bollywood Actor Actress Taimur Ali Khan Viral Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy