বেশভূষায় সাধারণ গৃহবধূ। কিন্তু কাজ করেন রেডিও জকির। তাও আবার যেমন-তেমন করে কোনও গানের শো হোস্ট করা নয়। যে সময়ে শুধুমাত্র পাগল, প্রেমিক আর চৌকিদারেরা জাগে, সেই মাঝ রাতের ঘুম-হারা মনকে শান্তি দিতে রেডিও চ্যানেলে শো করেন সঞ্চালক সুলোচনা। সেই চরিত্রেই এ বার অভিনয় করবেন বিদ্যা বালন।
আরও পড়ুন, বিকিনি পড়া ছবি পোস্ট করে ট্রোলড তাপসী, দিলেন যোগ্য জবাবও
আরও পড়ুন, ইনি এক বিখ্যাত বলিউড অভিনেত্রী, চিনতে পারছেন?
বিদ্যার নতুন ছবি ‘তুমহারি সুলু’র টিজার মুক্তি পেল বৃহস্পতিবার। টিজার দেখে গোটা বলিউড কার্যত বিদ্যা এবং পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ। মুক্তির ঘণ্টা খানেকের মধ্যেই হিট ‘তুমহারি সুলু’।
_ & ! _ _ _ ! _ _
Loved the teaser of #TumhariSulu all the best to my old friend @tanuj_garg and @atulkasbekar https://t.co/EYRkKNEFhj
— Twinkle Khanna (@mrsfunnybones) September 14, 2017
_ & ! _ _ _
_ & ! _ _ _ ! _ _
_ & ! _ _ _ ! _ _
_ & ! _ _ _ ! _ _
রেডিও জকির চাকরি পেয়েই বদলে যায় সাধারণ গৃহবধূ সুলোচনার শান্ত, সাধারণ জীবন। গলায় যৌন-উদ্দীপক অভিব্যক্তি এনে শ্রোতাদের সঙ্গে কথা বলেন বিদ্যা। ছবিতে বিদ্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মানব কল। নেহা ধুপিয়াকে দেখা যাবে বিদ্যার বসের চরিত্রে।
ছবিটি মূলত একটি কমেডি ড্রামা। পরিচালক বিজ্ঞাপন নির্মাতা সুরেশ ত্রিবেণী। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ডিসেম্বরে।