Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন বিরুষ্কা, দেখুন অ্যালবাম

১১ ডিসেম্বর ২০১৭ ২১:৩৪
প্রতীক্ষার অবসান হল। সাত পাকে বাঁধা পড়লেন বিরাট-অনুষ্কা। ইতালির তাস্কানিতে জমজমাট বিয়ে সারলেন যুগল। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে হিন্দু মতে চার হাত এক হল হাই প্রোফাইল দম্পতির।

রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে হল এই হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। ওই অঞ্চলে তিন দিনের জন্য চারটি বিলাসবহুল ভিলা বুক করেছিলেন বিরাট-অনুষ্কা।
Advertisement
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ট্র্যাডিশনাল পোশাকে বিয়ের আসর মাতিয়ে দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। গ্র্যান্ড সেলিব্রেশনে উচ্ছ্বসিত বর-কনে।

দেশে ফিরে আগামী ২১ ডিসেম্বর নয়া দিল্লিতে এবং ২৬ ডিসেম্বর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরুষ্কা। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।
Advertisement
শেষ হল সিঁদুর দান। নবদম্পতির সঙ্গে হুল্লোড়ে মাতলেন ঘনিষ্ঠ বন্ধুরা।

বরের বেশে বিরাটের ছবি পোস্ট করেছেন তাঁর দুই অভিন্ন হৃদয় বন্ধু।

প্রি-ওয়েডিং পার্টি থেকেই অতিথি সমাগমে মেতে উঠেছিল বিয়ের আসর। নাচ-গানে জমজমাট মেহেন্দির অনুষ্ঠানের ছবি টুইটারে পোস্ট করেছেন বিরুষ্কার বন্ধুবান্ধবেরা।

পরিবার এবং বন্ধুদের সঙ্গে মেহেন্দির অনুষ্ঠানে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

মেহেন্দির অনুষ্ঠানের পর বিরুষ্কা।

২১ ডিসেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি। পরিবার এবং বন্ধুদের জন্যই আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের। টুইটারে বিয়ের কার্ড পোস্ট করেছেন দম্পতি।

Tags: বিরাট কোহলিঅনুষ্কা শর্মা