Advertisement
০৪ জুন ২০২৪

প্রকাশ্যে বেবি বাম্প লুকোনোর চেষ্টা করলেন করিনা?

করিনা কপূর কি প্রেগন্যান্ট? এই জল্পনা এখন চলছে বি-টাউনের অন্দরে। সম্প্রতি তা আরও বাড়িয়ে দিল ইউনিসেফের একটি প্রকাশ্য অনুষ্ঠানে বেবোর উপস্থিতি। সেখানে নাকি লম্বা ঘেরের ডিজাইনার আনারকলি পরে বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছিলেন নায়িকা!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১১:১৫
Share: Save:

করিনা কপূর কি প্রেগন্যান্ট?

এই জল্পনা এখন চলছে বি-টাউনের অন্দরে। সম্প্রতি তা আরও বাড়িয়ে দিল ইউনিসেফের একটি প্রকাশ্য অনুষ্ঠানে বেবোর উপস্থিতি। সেখানে নাকি লম্বা ঘেরের ডিজাইনার আনারকলি পরে বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছিলেন নায়িকা!

দেশি লুকে চমত্কার মানিয়েছিল বেগম সাহেবাকে। অনুষ্ঠানে হাজির অনেকেই বলছেন, পোডিয়ামের উপর খুব সাবধানে হাঁটছিলেন করিনা। চেয়ার ছেড়ে ওঠার সময়ও হাতে ভর দিয়েছিলেন। আর্লি প্রেগন্যান্সিতে সাধারণত মহিলাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। আর ঘের দেওয়া আনারকলিও যেন বেবি বাম্পকে আড়াল করারই প্রয়াস। অন্তত এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

আরও পড়ুন, সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট করিনা?


ওই অনুষ্ঠানে করিনার ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE