বর্ষবরণ করতে প্রস্তুত গোটা বলিউড। রাজকুমার রাও-ই বা বাদ যাবেন কেন? গার্লফ্রেন্ডকে নিয়ে ক’দিন আগেই উড়ে গিয়েছেন তাইল্যান্ডে। সেখানেই জমিয়ে পার্টি করছেন অভিনেতা।
শুধু ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া বা পার্টিই না। জমিয়ে নাচও করলেন রাজকুমার। হ্যাঁ, অন-স্ক্রিন তাঁকে ডান্স নম্বরে খুব একটা দেখা না গেলেও, অফ-স্ক্রিন দেখিয়ে দিয়েছেন, অভিনয়ের সঙ্গে নাচটাও তিনি ভালই পারেন।
আর যেমন-তেমন কোনও গানে নয়। একেবারে বিগ বি’র সুপারহিট গানই বেছে নিয়েছেন নাচের জন্য। তাইল্যান্ডের হোটেলে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করছেন রাজকুমার। সেখানেই ‘জুম্মা চুম্মা দে দে’ গানে নাচলেন অভিনেতা। সঙ্গী কে ছিলেন জানেন?
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
পত্রলেখা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটি ছবিতে রাজকুমারের নায়িকা হয়েছিলেন তিনি।
আরও পড়ুন, বর্ষবরণ করতে সপরিবারে কোথায় গেলেন প্রিয়ঙ্কা?
আরও পড়ুন, সিদ্ধার্থের প্রেমে ‘পাগল’ এই নতুন নায়িকা
বলিউডের এই জুটি অবশ্য খুব একটা রাখ-ঢাক পছন্দ করেন না। ‘সিটিলাইটস’ ছবিতে অভিনয়ের পর থেকেই জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী পত্রলেখা এবং রাজকুমার রাও।