Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment news

ছবি এঁকে আর রান্না শিখেই লকডাউন কাটছে ‘নেতাজি’-র

এই লকডাউনে প্রেমিকার সঙ্গে দেখাসাক্ষাৎ বন্ধ। ফোনেই সারতে হচ্ছে আলাপ।

‘নেতাজি’ ধারাবাহিকের নেতাজি অভিষেক বসু।

‘নেতাজি’ ধারাবাহিকের নেতাজি অভিষেক বসু।

মৌসুমী বিলকিস
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৬:২৮
Share: Save:

‘নেতাজি’ ধারাবাহিকের নেতাজি অভিষেক বসু এত দিন শুটের চাপে নিজের পছন্দের বিষয়গুলো চর্চার সময় পাচ্ছিলেন না। লকডাউনের মরসুমে সে সুযোগ মিলেছে তাঁর। তিনি কখনও রং তুলি নিয়ে মেতে উঠছেন, কখনও বা গিটার নিয়ে। আর রান্না শেখার চেষ্টা করছেন, শিখছেন মা-বাবার কাছ থেকে। তাঁর মা-বাবা দু’জনেই ভাল রান্না করেন। মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল রান্না শিখছেন মন দিয়ে। সঙ্গে চলছে নিয়মিত শরীরচর্চাও।

পেপারে করছেন ওয়াটার কালার। ক্যানভাস রং পাচ্ছে অ্যাক্রিলিকের। বললেন, “বহু দিন পর বেশ সময় দিয়ে ছবি আঁকছি। সারা সন্ধে বসে একটা ছবি শেষ করছি।”

এই লকডাউনে প্রেমিকার সঙ্গে দেখাসাক্ষাৎ বন্ধ। ফোনেই সারতে হচ্ছে আলাপ। সেই ‘সীমারেখা’ ধারাবাহিক থেকে দু’জনের প্রেম শুরু। তাঁর প্রেমিকা দিয়া মুখোপাধ্যায় এখন তাঁরই বিপরীতে ‘নেতাজি’ ধারাবাহিকে অভিনয় করছেন, ‘বাণী’ চরিত্রে। দু’জনেই অপেক্ষা করছেন কবে শেষ হবে এই লকডাউন। আবার মুখোমুখি হবেন দু’জনে।

আরও পড়ুন: লকডাউনে অবসাদ কাটাতে টিপস দিলেন অভিনেত্রী, মনোবিদ সন্দীপ্তা

বন্ধুদের সঙ্গে কনফারেন্স ভিডিয়ো কল চলছেই। তার সঙ্গে চলছে ওয়েব সিরিজ-ফিল্ম দেখা, বই পড়া। ‘মহাভারত’ পড়ছেন আবার।

ছবি আঁকতে ব্যস্ত।

এই লকডাউনে যখন তখন গিটার বা হারমোনিয়াম নিয়ে বসে পড়ছেন অভিষেক। মাঝে মাঝে গানের ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করছেন। কী গান করেন তিনি?

জানালেন, “সব রকম গান গাই, কানে যা ভাল লাগে। ক্লাসিক্যাল গান শিখতাম। চর্চার সময় পেতাম না। হারমোনিয়ামে সরগম্‌ আর মাঝে মাঝে দু’একটা রাগ প্র্যাকটিস করছি এখন।”

অভিষেক বসুর আঁকা একটি ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE