তাঁদের সম্পর্ক নিয়ে এখন আর ঢাক গুড় গুড় নেই। বলিউডের সবাই এখন জানেন লুলিয়া ভান্টুরের সঙ্গে সলমনের সম্পর্ক। সম্প্রতি দাবাং ম্যান-এর জন্মদিনেও সলমন-লুলিয়াকে বেশ খুশ মেজাজেই দেখা গিয়েছে। অনেকে বলছেন, লুলিয়া এখন সলমনের পরিবারের এক জন হয়ে গিয়েছেন। লুলিয়াকে যে সলমন কতটা চোখে হারান তার নমুনা নতুন বছরেই দিলেন সলমন।
কী সেই নমুনা?
নিজের জন্মদিনের পরই লুলিয়ার জন্য কিনে আনেন একটা নতুন ব্র্যান্ডের গাড়ি। লুলিয়া চালাবেন কি না সেটা ভবিষ্যতই বলবে। তবে তাঁর ঘনিষ্ঠরা বলেন, ভিড় এড়াতে লুলিয়া রিকশা করে ঘুরতেই বেশি পছন্দ করেন।