সিঁদুর খেলার পর শুভশ্রী। ছবি: শুভশ্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।
বিয়ের পর প্রথম পুজো। আর তাতে চুটিয়ে আনন্দ করলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতিবাগানে অভিনেতা জয়দীপ কুণ্ডুর বাড়ির পুজোয় এনজয় করেছেন দম্পতি। সিঁদুর খেলার পর বিসর্জনে নাচতেও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু সিঁদুর খেলার পর নায়িকা কী করলেন জানেন?
সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে প্রথম সিঁদুর খেলার অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু সবটাই করছেন গাড়ি চালাতে চালাতে।
ঠিক এখানেই প্রশ্ন তুলছেন ওয়েব অডিয়েন্সের একটা অংশ। গাড়ি চালাতে চালাতে ভিডিয়ো শুট করা কি ঠিক? আবার সিটবেল্ট ছাড়াই বা কী ভাবে গাড়ি চালাচ্ছেন, এ সব নিয়েই প্রশ্ন উঠছে। যেখানে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে এত প্রচার চলছে, সেখানে কতটা সচেতনার পরিচয় দিলেন তিনি।
আরও পড়ুন, রাহুল নয়, কার সঙ্গে বিজয়া কাটল প্রিয়ঙ্কার?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)