Advertisement
০১ মে ২০২৪
Entertainment news

ওঁদের পোশাকগুলো কোথায় যায় জানেন?

ফিল্মের শুটিং শেষে পোশাকগুলোর কী পরিণতি হয় জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১১:২১
Share: Save:
০১ ০৬
একটা ফিল্মে অভিনেতাদের জন্য প্রচুর পোশাকের প্রয়োজন। প্রত্যেকটা পোশাকই রীতিমতো ডিজাইনার দিয়ে বানানো হয়। কিন্তু ফিল্মের শুটিং শেষে পোশাকগুলোর কী পরিণতি হয় জানেন?

একটা ফিল্মে অভিনেতাদের জন্য প্রচুর পোশাকের প্রয়োজন। প্রত্যেকটা পোশাকই রীতিমতো ডিজাইনার দিয়ে বানানো হয়। কিন্তু ফিল্মের শুটিং শেষে পোশাকগুলোর কী পরিণতি হয় জানেন?

০২ ০৬
সেই দামি পোশাকের পরিণতি কী হবে তা অনেকটাই নির্ভর করে প্রোডাকশন হাউসের উপর। কোনও পোশাক নিলাম হয়। কোনওটা আবার চলে যায় স্টোর রুমে।

সেই দামি পোশাকের পরিণতি কী হবে তা অনেকটাই নির্ভর করে প্রোডাকশন হাউসের উপর। কোনও পোশাক নিলাম হয়। কোনওটা আবার চলে যায় স্টোর রুমে।

০৩ ০৬
যেমন রোবট ছবিতে ঐশ্বর্যার পোশাক এতটাই জনপ্রিয় হয়েছিল তা অনলাইনে নিলাম হয়ে যায়। সেই টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করেন।

যেমন রোবট ছবিতে ঐশ্বর্যার পোশাক এতটাই জনপ্রিয় হয়েছিল তা অনলাইনে নিলাম হয়ে যায়। সেই টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করেন।

০৪ ০৬
তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রোডাকশন হাউস রেখে দেয়। অনেক সময় যে ছবিতে ওই পোশাক ব্যবহার করা হয়েছিল, পোশাকের উপর তার ট্যাগ লাগিয়ে রাখা হয়।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রোডাকশন হাউস রেখে দেয়। অনেক সময় যে ছবিতে ওই পোশাক ব্যবহার করা হয়েছিল, পোশাকের উপর তার ট্যাগ লাগিয়ে রাখা হয়।

০৫ ০৬
কোনও কোনও ক্ষেত্রে সেই পোশাক কাটাছেঁড়া করে নতুন মিক্স-ম্যাচড পোশাক তৈরি করা হয় অন্য কোনও ফিল্মের জন্য। তবে এর জন্য খুবই এক্সপার্ট ডিজাইনারের প্রয়োজন।

কোনও কোনও ক্ষেত্রে সেই পোশাক কাটাছেঁড়া করে নতুন মিক্স-ম্যাচড পোশাক তৈরি করা হয় অন্য কোনও ফিল্মের জন্য। তবে এর জন্য খুবই এক্সপার্ট ডিজাইনারের প্রয়োজন।

০৬ ০৬
এমনও হয়, পোশাকের ডিজাইনারই শুটিং শেষে সেটা নিয়ে চলে যান। নিজের কালেকশনে রাখেন।

এমনও হয়, পোশাকের ডিজাইনারই শুটিং শেষে সেটা নিয়ে চলে যান। নিজের কালেকশনে রাখেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE