Advertisement
০৬ নভেম্বর ২০২৪
aamir khan

কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে যাওয়া নিয়ে ছবি ‘শিকারা’ সম্বন্ধে কী বললেন আমির খান

তাঁর পরিচালনায় ‘শিকারা’-য় ভেসে বলিউডে আত্মপ্রকাশ করলেন তরুণ জুটি আদিল খান এবং সাদিয়া। ছবিতে আদিলের চরিত্রের নাম শিবকুমার ধর। তাঁর স্ত্রী শান্তির ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা সাদিয়া।

‘শিকারা’-য় মুগ্ধ আমির খান। ছবি: ফেসবুক

‘শিকারা’-য় মুগ্ধ আমির খান। ছবি: ফেসবুক

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৩
Share: Save:

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শিকারা’-য় মুগ্ধ আমির খান। শুক্রবারই ছবির ট্রেলর টুইটারে শেয়ার করেছেন উচ্ছ্বসিত আমির। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা ছেড়ে হিন্দু পণ্ডিতদের চলে যাওয়ার প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্প বলেছে এই ছবি। তাঁর টুইট-বার্তায় আমির লিখেছেন, ‘‘আমাদের সাম্প্রতিক অতীতের করুণতম ঘটনাগুলির মধ্যে একটির উপর নির্ভর করে তৈরি হয়েছে ‘শিকারা’। এটা এমন এক আখ্যান, যা বলা প্রয়োজন।’’ ছবির পরিচালক ও প্রযোজক বিধুবিনোদ চোপড়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমির।

এর আগে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মতো জনপ্রিয় ও বক্সঅফিস সফল ছবিতে বিধুবিনোদের সঙ্গে কাজ করেছেন আমির। ‘থ্রি ইডিয়টস’-এর প্রযোজক এবং সহচিত্রনাট্যকার ছিলেন বিধুবিনোদ। ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানির সঙ্গে যুগ্মপ্রযোজক ছিলেন তিনি।

‘পরিন্দা’, ‘১৯৪২: এ লভ স্টোরি’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘মুন্নাভাই এমবিবিএস’-সহ বহু সফল ছবির পরিচালক বিধুবিনোদ নিজেও ভূস্বর্গের ভূমিপুত্র। ১৯৫২ সালের ৫ সেপ্টেম্বর তাঁর জন্ম হয় শ্রীনগরে।

পরিচালক বিধু বিনোদ চোপড়াকে টুইট-বার্তায় অভিনন্দন আমির খানের। ছবি:সোশ্যাল মিডিয়া

তাঁর পরিচালনায় ‘শিকারা’-য় ভেসে বলিউডে আত্মপ্রকাশ করলেন তরুণ জুটি আদিল খান এবং সাদিয়া। ছবিতে আদিলের চরিত্রের নাম শিবকুমার ধর। তাঁর স্ত্রী শান্তির ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা সাদিয়া। ছবির চিত্রনাট্যকার অভিজাত জোশী এবং রাহুল পণ্ডিতা দু’জনেই কাশ্মীরি পণ্ডিত বংশোদ্ভূত।

আরও পড়ুন: অভিনেত্রী কল্কি এবং তাঁর বয়ফ্রেন্ডের সংসারে এল নতুন অতিথি

মুক্তির পরপরই বিতর্ক পিছু নিয়েছে ‘শিকারা’-র। বিভিন্ন মহলে অভিযোগ, ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তবে কাহিনীকার বিধুবিনোদ এবং দুই চিত্রনাট্যকারের দাবি, নয়ের দশকের গোড়ায় উপত্যকায় হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের বসবাসের পক্ষে যে অসহনীয় পরিবেশ তৈরি হয়েছিল, সেটা-ই তুলে ধরা হয়েছে ছবির গল্পে।

আরও পড়ুন: মুভি রিভিউ ‘শিকারা’: কাশ্মীরকে লেখা প্রেমপত্র বলা চলে না

অন্য বিষয়গুলি:

Aamir Khan Vidhu Vinod Chopra Shikara Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE