Advertisement
৩১ জানুয়ারি ২০২৩
Entertainment News

কাজের ফাঁকে এমন ভাবে ঘুমোন বলি সেলেবরা!

মাঝরাতে শুটিং শেষ করে বাড়ি ফেরা, আবার হয়তো সকাল হতে না হতেই কল টাইম। তার মধ্যেই শরীরচর্চা, খাওয়া দাওয়া, মেকআপ, স্ক্রিপ্ট পড়া— সবকিছুই বাঁধা শক্ত নিয়মে। এত কিছুর মধ্যে বিশ্রামের সময়ই বা কতটুকু। তাই কাজের ফাঁকে ছোট্ট একটা ন্যাপই ভরসা বলি তারকাদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ১২:৪২
Share: Save:
০১ ১২
মাঝরাতে শুটিং শেষ করে বাড়ি ফেরা, আবার হয়তো সকাল হতে না হতেই কল টাইম। তার মধ্যেই শরীরচর্চা, খাওয়া দাওয়া, মেকআপ, স্ক্রিপ্ট পড়া— সবকিছুই বাঁধা শক্ত নিয়মে। এত কিছুর মধ্যে বিশ্রামের সময়ই বা কতটুকু। তাই কাজের ফাঁকে ছোট্ট একটা ন্যাপই ভরসা বলি তারকাদের।

মাঝরাতে শুটিং শেষ করে বাড়ি ফেরা, আবার হয়তো সকাল হতে না হতেই কল টাইম। তার মধ্যেই শরীরচর্চা, খাওয়া দাওয়া, মেকআপ, স্ক্রিপ্ট পড়া— সবকিছুই বাঁধা শক্ত নিয়মে। এত কিছুর মধ্যে বিশ্রামের সময়ই বা কতটুকু। তাই কাজের ফাঁকে ছোট্ট একটা ন্যাপই ভরসা বলি তারকাদের।

০২ ১২
রণবীর কপূর:
সম্প্রতি গাড়ির মধ্যে নীল হুডেড জ্যাকেটে ঘুমন্ত অবস্থায় দেখা গেল রণবীর কপূরকে। একদিকে ফুটবল, অন্যদিকে সঞ্জয় দত্তের বায়োপিক, দুইয়ের মধ্যে চূড়ান্ত ব্যস্ত তিনি। সময় নেই বিশ্রামেরও। তাই বান্দ্রায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়লেন ক্লান্ত রণবীর। সেই ছবিও উঠে গেল পাপারাৎজিদের ক্যামেরায়।

রণবীর কপূর: সম্প্রতি গাড়ির মধ্যে নীল হুডেড জ্যাকেটে ঘুমন্ত অবস্থায় দেখা গেল রণবীর কপূরকে। একদিকে ফুটবল, অন্যদিকে সঞ্জয় দত্তের বায়োপিক, দুইয়ের মধ্যে চূড়ান্ত ব্যস্ত তিনি। সময় নেই বিশ্রামেরও। তাই বান্দ্রায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়লেন ক্লান্ত রণবীর। সেই ছবিও উঠে গেল পাপারাৎজিদের ক্যামেরায়।

০৩ ১২
আলিয়া ভট্ট:
তবে তিনি একাই নন। এই তালিকায় রয়েছেন আরও বেশকিছু বলি তারকা। যেমন আলিয়া। নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা।

আলিয়া ভট্ট: তবে তিনি একাই নন। এই তালিকায় রয়েছেন আরও বেশকিছু বলি তারকা। যেমন আলিয়া। নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা।

০৪ ১২
ক্যাটরিনা কইফ:
ক্লান্ত শরীরে ফারের জ্যাকেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন ক্যাট।

ক্যাটরিনা কইফ: ক্লান্ত শরীরে ফারের জ্যাকেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন ক্যাট।

০৫ ১২
প্রিয়ঙ্কা চোপড়া:
শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে পিগি চপস।

প্রিয়ঙ্কা চোপড়া: শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে পিগি চপস।

০৬ ১২
জ্যাকলিন ফার্নান্ডেজ:
তারকাদের কাছে বিশ্রাম নেওয়ার সেরা সময় ট্র্যাভেলিং। ফ্লাইটে বরুন ধবনের সঙ্গে ট্র্যাভেল করতে করতে ঘুমিয়েই পড়লেন জ্যাকলিন। আর দুষ্টু বুদ্ধি খাটালেন বরুন।

জ্যাকলিন ফার্নান্ডেজ: তারকাদের কাছে বিশ্রাম নেওয়ার সেরা সময় ট্র্যাভেলিং। ফ্লাইটে বরুন ধবনের সঙ্গে ট্র্যাভেল করতে করতে ঘুমিয়েই পড়লেন জ্যাকলিন। আর দুষ্টু বুদ্ধি খাটালেন বরুন।

০৭ ১২
অভিষেক বচ্চন:
শুটিং শুরুর আগের পাওয়ার ন্যাপ। স্যুটেড-বুটেড হয়েও ঘুমিয়ে পড়লেন জুনিয়র বচ্চন।

অভিষেক বচ্চন: শুটিং শুরুর আগের পাওয়ার ন্যাপ। স্যুটেড-বুটেড হয়েও ঘুমিয়ে পড়লেন জুনিয়র বচ্চন।

০৮ ১২
অক্ষয় কুমার:
অসময়ের ঘুম। ঘরের মেঝেতেই পোষ্যর পেটে মাথা রেখে দিব্যি ঘুমিয়ে পড়লেন অক্ষয়।

অক্ষয় কুমার: অসময়ের ঘুম। ঘরের মেঝেতেই পোষ্যর পেটে মাথা রেখে দিব্যি ঘুমিয়ে পড়লেন অক্ষয়।

০৯ ১২
রণবীর কপূর ও অনুষ্কা শর্মা:
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিয়ের ফাঁকে ছবির নায়ক-নায়িকা।

রণবীর কপূর ও অনুষ্কা শর্মা: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিয়ের ফাঁকে ছবির নায়ক-নায়িকা।

১০ ১২
অর্জুন রামপাল:
ঘুমের সময়ও স্টাইলের দিকে নজর রাখেন অর্জুন।

অর্জুন রামপাল: ঘুমের সময়ও স্টাইলের দিকে নজর রাখেন অর্জুন।

১১ ১২
শ্রদ্ধা কপূর:
কাজের ফাঁকে শ্রদ্ধার ‘মিষ্টি’ ঘুম।

শ্রদ্ধা কপূর: কাজের ফাঁকে শ্রদ্ধার ‘মিষ্টি’ ঘুম।

১২ ১২
সোনম কপূর:
‘প্রেম রতন ধন পায়ো’ শুটিংয়ে সোনমের পাওয়ার ন্যাপ।

সোনম কপূর: ‘প্রেম রতন ধন পায়ো’ শুটিংয়ে সোনমের পাওয়ার ন্যাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.