Advertisement
E-Paper

ডান্স ফ্লোরে ‘নার্ভাস’ ক্যাটরিনা, দোষ নাকি শ্রীদেবীর!

ক্যাটরিনা জানাচ্ছেন, তাঁর এই ‘নার্ভাস’ হয়ে পড়ার জন্য দায়ী শ্রীদেবী। নিজেই ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘যদি শ্রীদেবী আপনাকে নাচের সময় দেখেন, তাহলে আপনাকে এমন নার্ভাস দেখানোরই কথা...।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৪:৩৫
ডান্স ফ্লোরে ‘নার্ভাস’ ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ডান্স ফ্লোরে ‘নার্ভাস’ ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

যত দোষ শ্রীদেবীর! তাঁর জন্য নাকি প্রাণ খুলে নাচতে পারছেন না ক্যাটরিনা কইফ। ভয় পাচ্ছেন। নার্ভাস হয়ে পড়ছেন!

আরও পড়ুন, ক’দিন পরেই বিয়ে, তার আগে ব্যাচেলর পার্টিতে কী করলেন ভারতী?

আরও পড়ুন, ফের কাছাকাছি মাধুরী-অনিল, শুনেই ‘ধক ধক’ করছে?

হ্যাঁ, ঠিকই পড়ছেন, নায়িকা নিজেই এই দোষ চাপিয়েছেন বলিউডের মিস ‘হাওয়া হাওয়াই’-এর ঘাড়ে!

ক্যাটরিনা কইফের নাচ নিয়ে প্রশ্ন তোলার লোক খুব কম। বলিউডে পা রেখে অভিনয়গুণে তিনি যত না জনপ্রিয়, ডান্সিং স্কিলের জন্য তার চেয়েও যেন কিছুটা বেশি। সেই তিনি নাকি ডান্স ফ্লোরে ‘নার্ভাস’ হয়ে পড়ছেন! কিন্তু কেন? বিষয়টা কী বলুন তো?

‘চিকনি চামেলি’, ‘কমলি’, ‘কালা চশমা’র মতো গানে নেচে যিনি তাবড়দের হার মানিয়েছেন, তাঁর হঠাত্ হল কী?

ক্যাটরিনা জানাচ্ছেন, তাঁর এই ‘নার্ভাস’ হয়ে পড়ার জন্য দায়ী শ্রীদেবী। নিজেই ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘যদি শ্রীদেবী আপনাকে নাচের সময় দেখেন, তাহলে আপনাকে এমন নার্ভাস দেখানোরই কথা...।”

If @sridevi.kapoor was watching you dance ...... You’d look nervous too 😄

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

ঘটনা হল, ‘টাইগার জিন্দা হ্যায়’র অভিনেত্রী মঙ্গলবার একটি ডান্স স্টুডিওতে প্র্যাকটিস করছিলেন। সেই ফ্লোরেই এক দিকের দেওয়াল জুড়ে রয়েছে শ্রীদেবীর একটি বিশাল পোস্টার। সেখানে প্র্যাকটিসের সময়ই নাকি বার বার ক্যাটের চোখ চলে যাচ্ছিল শ্রীদেবীর ওই পোস্টারের দিকে। এক সময় নাকি বেশ কিছুক্ষণ শ্রী’র পোস্টারের দিকে তাকিয়ে বসে ছিলেন ক্যাটরিনা। আর তার পরই ছবি শেয়ার করে এই পোস্ট।

তবে শ্রীও ক্যাটরিনার এমন পোস্টের মধুর জবাব দিয়েছেন। লিখেছেন, ‘‘তুমি সবসময়ই সেরা পারফর্ম করো।’’

শ্রীদেবীর এমন মন্তব্যে ‘টাইগার’ নায়িকার ‘নার্ভাসনেস’ কি কাটল? তা অবশ্য জানা যায়নি।

Katrina Kaif Film Actress Celebrities Sridevi Instagram Viral Photos Upcoming Movies Tiger Zinda Hai Salman Khan ক্যাটরিনা কইফ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy