সদ্য বিয়ে হয়েছে মহানায়ক উত্তমকুমারের নাতনি মৌমিতা চট্টোপাধ্যায়ের। সেই বিয়েতে হাজির ছিলেন টলিউডের প্রথম সারির তারকারা। সেখানেই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে পাওয়া গেল একেবারে ভিন্ন মেজাজে।
দাদা হিসেবে মৌমিতার বিয়েতে যাবতীয় দায়িত্ব পালন করেছেন গৌরব। বিয়ের কাজ বা অতিথি আপ্যায়ন— ত্রুটি ছিল না কোনও কিছুতেই। তার পর একটু হাল্কা মেজাজে পাওয়া গেল তাঁকে। ‘বোলে চূড়িয়া…’ গানের তালে নেচে উঠলেন গৌরব। কিন্তু, সঙ্গে কে ছিলেন জানেন?