Advertisement
০৪ মে ২০২৪

কেন আগে পেলাম না

ফেসবুক তো বটেই। এদের সামনে ইন্সট্যাগ্রামকেও মনে হবে আগের প্রজন্মের অ্যাপস। লিখছেন অরিজিত্‌ চক্রবর্তী।‘গোপন কথাটি রবে না গোপনে’। তাই বলে তো আর ঢাক পিটিয়ে বলে বেড়ানোও যায় না। ফেসবুক বা টুইটারের সব লেখা তো অনেকেই দেখতে পাবে। বিশ্বাস করে কারওকে বলে যে মনের ভার খানিক লঘু করা যাবে, তা-ই বা ক’বার হয়? গোপন কথাটা তো সে পাঁচকানও করতে পারে। উপায়? হুইস্পার।

শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০০:০০
Share: Save:

হুইস্পার

‘গোপন কথাটি রবে না গোপনে’। তাই বলে তো আর ঢাক পিটিয়ে বলে বেড়ানোও যায় না। ফেসবুক বা টুইটারের সব লেখা তো অনেকেই দেখতে পাবে। বিশ্বাস করে কারওকে বলে যে মনের ভার খানিক লঘু করা যাবে, তা-ই বা ক’বার হয়? গোপন কথাটা তো সে পাঁচকানও করতে পারে। উপায়? হুইস্পার। হ্যাঁ, অ্যাপস্‌ জগতে নতুন আমদানি। এবং আসতেই তুমুল জনপ্রিয়। ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ৩০০ কোটি পেজ ভিউ হুইস্পারে। কিন্তু কেন? হুইস্পার এমন এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে আপনার মনের কথা, ছবি পোস্ট করতে পারেন। কিন্তু সেটা যে আপনার, তা বোঝার কোনও উপায় থাকবে না। কিন্তু সেই পোস্টে কমেন্ট করতে পারবে লোকজন। তেমনই আপনিও অন্যের সঙ্গে আলাপ জমাতে পারবেন, তার পরিচয় না-জেনেই। ফেসবুকের মতো নাম, ঠিকানা দিয়ে সাইন আপ করার ঝক্কিটাই হাওয়া। অ্যাকাউন্ট পরিচয়হীন। তাই আপনার গোপন কথা গোপনই থাকবে।

স্ন্যাপচ্যাট

কাজের দিক থেকে স্ন্যাপচ্যাট অনেকটা ইন্সট্যাগ্রামের মতোই। ছবি পাঠানোর জন্যই এই অ্যাপ। কিন্তু আসল ফান্ডাটা হল, যাকে সেই ছবি পাঠাবেন, সে মাত্র কয়েক সেকেন্ডের জন্যই সেই ছবি দেখতে পারবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ছবি দেখার কয়েক সেকেন্ডের মধ্যে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে ছবি। সার্ভারে বা ফোনে ছবি সেভ করা যাবে না। আগের দিনের পুল পার্টিতে বন্ধুর পুলে পা হড়কে পড়ে যাওয়ার ছবি, সেই পার্টিতে অনুপস্থিত কোনও বন্ধুকে পাঠিয়ে দিলে সেও হাসতে পারবে। কিন্তু সেই ছবি পরে বারেবারে দেখিয়ে মজা নিতে পারবে না। কিংবা বিশেষ পোজে তোলা সেক্সি কোনও ছবি বিশেষ কারওকে পাঠাতে হলেও প্রাইভেসির চিন্তা করতে হবে না। সে ছবিও তো ‘সে’ কয়েক সেকেন্ডের জন্যই দেখতে পারবে। লোকে বলে ‘সেক্সটিং’টাই স্ন্যাপচ্যাটে বেশি চলে। প্রতিদিন ৭০ কোটি ছবি দেওয়া-নেওয়া হয় স্ন্যাপচ্যাটে। সাধে কী মার্ক জুকারবার্গ ৩ বিলিয়ন ডলার অফার দিয়েছেন স্ন্যাপচ্যাট কিনতে।

লেয়ার্স

কত বার তো হয়েছে, দুর্দান্ত কোনও মুহূর্তের ছবি তুলতে পেরেছেন। কিন্তু তাড়াহুড়োতে তোলা সে ছবি ফেসবুকের পাতে দেওয়া যায়নি। সে ছবিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়ার মতো করতে হাতেপায়ে ধরতে হয়েছে ফোটোএডিটিং সফটওয়ারে পারদর্শী কারওকে। লেয়ার্স সেই সমস্যা অনেকটা মিটিয়ে দেবে। টুকটাক ফিল্টারে ছবিকে আরও আকর্ষণীয় বানানো, বেঁকে যাওয়া ছবি সোজা করার মতো কাজ তো করবে, এমনকী ব্যাকগ্রাউন্ডটাও পাল্টে দিতে পারবে। তাই ছবি নিয়ে মজা করতে ফোটোশপে হাত পাকাতে হবে না। ফোনেই কাট আউট করে নেওয়া যাবে। বাজারে এখনই জনপ্রিয় না হলেও, আইটিউনস্‌-এ এডিটর্স চয়েস খেতাব পেয়ে গিয়েছে।

ডুওলিঙ্গো

উচ্চারণ-কে ইংরাজিতে যে প্রোনানসিয়েশন বলে, প্রোনাউনসিয়েশন নয় সে তো অনেকেই জানেন। কিন্তু অন্য ভাষায়? বিশেষ করে শপিং মলে ছড়িয়ে থাকা বিদেশি ব্র্যান্ডের নামগুলো। লুই ভিটন নাকি লুই ভুইটন? পকেটমানি বাঁচিয়ে ব্যাগ কেনার মতো টাকা জোগাড় করতে পারলেও, দোকানে গিয়ে ভুল উচ্চারণ করলে তো সব মাটি! কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যে ভুল উচ্চারণ করে হাসির খোরাক হওয়া কম বেশি অনেকেরই হতে হয়েছে। ডুওলিঙ্গো বা গুগল ট্রানস্লেট অ্যাপ সেই অস্বস্তিকর পরিস্থিতির খানিক সুরাহা করতে পারে। যে কোনও ভাষায় কোনও শব্দের উচ্চারণ এই অ্যাপ আপনাকে বলে দেবে। না, শুধু ফোনেটিক্সে নয়, উচ্চারণ করেই বলে দেবে। মন দিয়ে শুনলেই কেল্লা ফতে! বন্ধুর ভুল উচ্চারণ ধরে দেওয়ার দায়িত্ব এ বার আপনার।

স্লিপ টাইম

ওই বিজ্ঞাপনটা মনে আছে? সকালে টোস্টারে পাউরুটির বদলে সিডি দিয়েছিলেন ব্যস্ত এক্সিকিউটিভ। কিংবা, সারা সকাল ধরে নিজের গাড়ি ভেবে পড়শির গাড়ি ধুলেন একজন। কারণ? ভাল করে না ঘুমানো। সকাল থেকেই বিগড়ানো মুড। বিস্বাদ লাগছে কফি, পুড়ে তিতকুটে হয়ে যাওয়া টোস্ট! বাস্তবে না হলেও, সারা বিশ্বই যেন আপনার মুড বিগড়ানোর ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে। ডাক্তারদের মতে, এর কারণ কিন্তু সঠিক ঘুমের ঘাটতি। স্লিপ টাইম বা আই ওয়াচ (সামনেই বাজারে আসবে) এ বার আপনার ঘুমের সাহায্যে এগিয়ে এল বলে। আপনার ঘুম কোন সময় কেমন হয়। কখন আপনার ঘুম গভীর, আর কখনই বা পাতলা সে সব মনে রেখে দেবে। আসলে স্মার্টফোনের মোশন সেন্সর দিয়ে তথ্যগুলো জোগাড় করবে। আর সেই বুঝে সকালে অ্যালার্ম বাজিয়ে ডেকে দেবে। বিগড়ানো মুডে ঘুম ভাঙার দিন গেল বলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arijit chakraborty apps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE