Advertisement
১৬ মে ২০২৪
Sayantika Bandyopadhyay

‘হাউস পার্টিতে আমি ডিজে হব’

ছোটবেলায় মা বলত, বছরের প্রথম দিন অন্তত এক ঘণ্টার জন্য হলেও পড়তে বসতে হবে। এখনও আমি সেটাই বিশ্বাস করি। তাই ১ জানুয়ারি যতই পার্টি করি না কেন, এক ঘণ্টার জন্য হলেও জিমে যাব।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৭
Share: Save:

ছোটবেলায় মা বলত, বছরের প্রথম দিন অন্তত এক ঘণ্টার জন্য হলেও পড়তে বসতে হবে। এখনও আমি সেটাই বিশ্বাস করি। তাই ১ জানুয়ারি যতই পার্টি করি না কেন, এক ঘণ্টার জন্য হলেও জিমে যাব। ওটাই তো আমার কাছে পড়াশোনার মত। হা হা হা…।

কাজ তো থাকবেই। বছরের প্রথম দিনটা ভরপুর কাজ করব আমি। তবে থার্টি ফার্স্ট নাইট নো শুটিং। মানে আমি ওই একটা দিন ভীষণ ভাবে চেষ্টা করব যাতে শুটিং না থাকে। ওই একটা দিন যাতে ছুটি পাওয়া যায়! জানি না কী হবে। দেখা যাক। তবে পার্টি মাস্ট। হবেই। আমাদের গার্লস গ্যাং-এর সকলে অ্যাভলেবল থাকলে জমিয়ে পার্টি হবে।

এখন ডিমানিটাইজেশনের জন্য সমস্যা হচ্ছে ঠিকই। তবে আমাদের তো হাউজ পার্টি, সেখানে ততটা প্রবলেম হবে না হয়তো। আমি, মিমি, নুসরত, তনুশ্রী…। কেউ একজন রান্না করবে। কেউ কুটনো কাটবে। আর কেউ একজন কিচ্ছু করবে না। সেটা কে বলুন তো? আমি। কিচ্ছু করব না। শুধু ডিজে হব। আমার মনে হয় পার্টি নাইটের জন্য আইডিয়াল রং কালো। আমিও কোনও একটা ব্ল্যাক আউটফিটই পরব ইয়ার এন্ড ইভে।

আরও পড়ুন, ১০০ টাকার ফার্স্ট জানুয়ারিতে আইসক্রিম আর ফুচকা…

২০১৬-টা আমার জন্য খুব ব্যালান্সড ইয়ার ছিল। খুব ভাল কিছু কাজ করেছি। তবে মিক্সড ফিলিংস, মিক্সড রিঅ্যাকশন রয়েছে। যা যা এই বছরে করতে পারলাম না তা নতুন বছরে ইনকরপোরেট করার চেষ্টা করব। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE