আদরের ধরন অনেক, কে কী ভাবে প্রিয়জনকে কাছে টানবেন তা যাঁর যাঁর নিজের ব্যাপার। কিন্তু যৌনজীবন সুখকর রাখতে অবশ্যই নজর রাখতে হবে যৌন স্বাস্থ্যের দিকে। যাঁরা যৌন মিলনের সময়ে মুখ-তৃপ্তি বা ‘ওরাল সেক্স’ পছন্দ করেন, তাঁদের অনেকেরই ধারণা, এই ধরনের মিলনে বুঝি সংক্রমণের ঝুঁকি থাকে না। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, একেবারেই ঠিক নয় এই ধারণা।