শুধু টিকা পরবর্তী সময় বলে নয়, এই কোভিড পরিস্থিতিতে ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের অভাবে কোভিড সংক্রমণের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী বিগত এক মাসে যে ভাবে কোভিড সংক্রমণের হার দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছিল, গত রবিবার প্রায় ৪০ দিন পর গোটা ভারতে কোভিড আক্রান্তের হার ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
চিকিৎসকরা বলছেন, সংক্রমণের হার হ্রাস পেলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু এখনও কমেনি। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরে প্রয়োজন ভিটামিন ডি। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে ভিটামিন ডি-র ঘাটতি করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টিকার কার্যকারিতাও কমিয়ে দিতে পারে।