রং খেলার যাবতীয় পরিকল্পনা দু’দিন আগে থেকে সেরে রেখেছেন অনেকে। দোল উপলক্ষে হইহুল্লোড় যেমন থাকে, তেমনি রং চোখে ঢুকে যাওয়ার আশঙ্কাও থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। বড়রাও কম যান না অবশ্য। বন্ধুকে চমকে দিতে পিছন থেকে দৌড়ে রং মাখিয়ে দিতে গিয়ে ঘটে যত বিপত্তি। চোখে কিছু ঢুকলেই হাত দিয়ে চোখ কচলে রং বার করা একটা সহজ প্রবৃত্তি। সেটা করতে গিয়েই বিপদ বাড়ে।
চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। চোখে যেকোনও কিছু ঢুকলেই চোখের মধ্যে একটা খচখচানি শুরু হয়ে যায়। রং ঢুকলে সে অস্বস্তি আরও দ্বিগুণ হয়। বাজারে আজকাল সব রঙেই রাসায়নিক বিভিন্ন দ্রব্য মেশানো থাকে। যা চোখের পক্ষে মারাত্মক ক্ষতি হতে পারে। তাকাতে সমস্যা হতে পারে। চোখ জল পড়া, চোখ চুলকানো, লাল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়।