ঝকঝকে হাসির জন্য চাই সুন্দর ঠোঁট। ত্বকচর্চার রুটিনে ঠোঁট অনেক সময়েই বাদ পড়ে যায়। বড়জোর লিপ বাম দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সুন্দর ঠোঁটের জন্য চাই বাড়তি কিছু। শীতকালে ঠোঁট ফাটা নিয়ে প্রায় সকলেই ভোগেন। তবে ঠোঁটের যত্ন নেওয়া উচিত বছরভর। তার জন্য মিনিটপাঁচেক সময়ই যথেষ্ট।
দিনের শেষে যেমন মুখের ত্বক পরিষ্কার করা হয়, তেমন ভাবেই হালকা ক্লেনজ়ার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। লিপস্টিক লাগালে তা অবশ্যই ভাল ভাবে তুলে ফেলতে হবে। সপ্তাহে দু’-দিন এক্সফোলিয়েশন জেল দিয়ে ঠোঁটে মাসাজ করুন। লিপ স্ক্রাবার দিয়ে হালকা মাসাজ করতে পারেন। এটি বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এক চামচ চিনির সঙ্গে নারকেল তেল, মধু কিংবা দুধ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটি ঠোঁটে হালকা মাসাজ করুন। দু’-মিনিট রেখে ধুয়ে নিয়ে লিপ ক্রিম লাগিয়ে নিন। এতে ডেড সেল উঠে যাবে। নিয়মিত এক্সফোলিয়েট ও স্ক্রাব করলে ঠোঁটের কালো ছোপ কমে যায়।
লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। এটির কাজ হল ঠোঁটকে হাইড্রেট করা ও নরম-মসৃণ ভাব বজায় রাখা। ঘরোয়া পদ্ধতিতেও এটি বানানো যায়। মধু, নারকেল তেল, শিয়া বাটার দিয়ে মিশ্রণ বানিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। তার পর ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন।
ঠোঁটের যত্নে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিভ দিয়ে তা ভেজাবেন না। রাতে শুতে যাওয়ার আগে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। রোদে বেরোনোর সময়ে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান। এখন লিপস্টিকও এসপিএফ যুক্ত হয়, সেটাও ব্যবহার করতে পারেন। ঠোঁটের শুষ্কতা কাটাতে হলে পর্যাপ্ত জল খাওয়া জরুরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)