জীবনে যতদিন আমরা বাঁচব, সুখ দুঃখের সঙ্গে নানা সমস্যাও আমাদের ঘিরে থাকবে। সমস্যা ছাড়া জীবন যাপন করছেন, এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আমরা জীবনে কোনও কোনও সময় একটু বেশি সমস্যার সঙ্গে জড়িয়ে পড়ি। যেমন, পুলিশি সমস্যা অথবা মামলা মোকদ্দমার সমস্যা। সাধারণত জন্মছকে গ্রহের অশুভ অবস্থানের জন্য এ রকমটা ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে যদি অষ্টমভাব দুর্বল হয় বা কোনও অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে তবে মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে পড়তে হয়।
গ্রহের অবস্থান অনুযায়ী দেখে নেওয়া যাক, এই ধরনের সমস্যা কখন সৃষ্টি হয়—
• রবি গ্রহ যদি নীচস্থ হয় এবং দ্বাদশ ও অষ্টমে অবস্থান করে।